ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হালদার বেড়িবাঁধে ২৯ হাজার গাছের চারা রোপন কর্মসূচী শুরু

প্রকাশিত: ১১:১৬, ২৩ জুন ২০২১

হালদার বেড়িবাঁধে ২৯ হাজার গাছের চারা রোপন কর্মসূচী শুরু

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ "হালদার "বেড়িবাঁধ রক্ষায় নদীর তীরে উনত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে ২৯ হাজার গাছের চারা রোপন কর্মসূচী হাতে নিয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হালদা বেড়িবাঁধে এসব গাছের চারা রোপনের মাধ্যমে উক্ত কর্মসূচীর সূচনা করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান, ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী, ফরেস্টার রেজাউল করিম, সহকারী ফরেস্টার আশুতোষ দাস, মোহাম্মদ জসিম ও শাহাআলমসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান বলেন, হালদার বেড়িবাঁধ রক্ষায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর বিশেষ অনুরোধে ২৯ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হচ্ছে। উপজেলার ছিপাতলী থেকে নাজিরহাট পর্যন্ত ২৯ কিলোমিটার এলাকা জুড়ে হাটহাজারী অংশে হালদা নদীর তীরে তিন সারিতে এসব গাছের চারা রোপন করা হবে। আগামী ১০ বছর পর চারা রোপনের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীরা ৪৫ শতাংশ লাভের ভাগিদার হবে বলে জানান ওই কর্মকর্তা।
×