ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংক্রমনের হার ৪৪ শতাংশ

দিনাজপুরে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ১১০

প্রকাশিত: ১৭:৩১, ২২ জুন ২০২১

দিনাজপুরে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ১১০

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর সদরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে কঠোর লক ডাউনের প্রথম দিন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১শ’ ১০ জন। ২ শ’ ৫০টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। মৃত্যু ২ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মঙ্গলবার দিনাজপুরে করোনা সংক্রমনের হার ৪৪ শতাংশ। দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার জানান, ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ১শ’ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭১ জন, বিরলে ৭ জন, বিরামপুরে ৮ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৮ জন, ফুলবাড়ীতে ১ জন, হাকিমপুরে ১ জন, কাহারোলে ২ জন, পার্বতীপুরে ৩ জন ও নবাবগঞ্জ উপজেলায় ৯ জন করোনা পজিটিভ হয়েছে। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩১ জন রোগী সুস্থ হয়েছে। তিনি জানান, দিনাজপুর জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১শ’ ৭৬ জন। এরমধ্যে দিনাজপুর সদর-৪ হাজার ১শ’ ৬৮ জন, বিরল-৪শ’ জন, বিরামপুর-৪শ’ ২৬ জন, বীরগঞ্জ-১শ’ ৯১ জন, বোঁচাগঞ্জ-২শ’ ৬ জন, চিরিরবন্দর-২শ’ ৬৭ জন, ফুলবাড়ী-২শ’ ৪৮ জন, ঘোড়াঘাট-৯৭ জন, হাকিমপুর-১শ’ ৪৩ জন, কাহারোল-১শ’ ৮২ জন, খানাসামা- ১শ’ ২৮ জন, নবাবগঞ্জ-২শ’ জন ও পার্বতীপুর উপজেলায় ৫শ’ ২০ জন। মঙ্গলবার পর্যন্ত দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৮শ’ ৮০ জন। মঙ্গলবার পর্যন্ত দিনাজপুরে মোট মৃত্যুর সংখ্যা ১শ’ ৫৫ জন।
×