ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটের চিতলমারীতে নির্মিত হচ্ছে ফায়ার স্টেশন

প্রকাশিত: ১৬:১৬, ২২ জুন ২০২১

বাগেরহাটের চিতলমারীতে নির্মিত হচ্ছে ফায়ার স্টেশন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারী উপজেলাবাসির দীর্ঘদিনের ফারার স্টেশন নিমানের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা এখানে না থাকায় গত কয়েক বছরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেকে। পার্শ্ববর্তী জেলার উপর ছিল ভরসা। এলাকাবাসির প্রাণের দাবি ছিল চিতলমারীতে ফারার স্টেশন নিমার্ণের। ৩ কোটি ৩১ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণসহ ফায়ার স্টেশনের কাজ শুরু হয়েছে। বিগত দিনে এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চিতলমারী সদরবাজার, খাসেরহাট বাজারসহ বিভিন্ন স্থানে আগুনে পুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও অসংখ্য বসতঘর ভষ্মীভূত হয়েছে। এলাকায় ফায়ার স্টেশন না থাকার কারণে পার্শ্ববর্তী উপজেলা গোপালগঞ্জ , বাগেরহাট সদর ও টুঙ্গিপাড়া, নাজিরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন। এ ব্যাপারে উপজেলার শ্যামপাড়া গ্রামের বাবলু ম-ল জানান, বেশিরভাগ সময় পাশের জেলা-উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এখানে আগুন নেভানোর জন্য ছুটে আসেন কিন্তু তারা আসার আগেই পুড়ে সবই ছাঁই হয়ে য়ায়। এ স্টেশনটি নির্মাণ কাজ শেষ হলে আগুনে ক্ষতির পরিমাণ অনেকটা কমে যাবে। এ বিষয়ে চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল করে বলেন, আমাদের এমপি শেখ হেলাল উদ্দীনের প্রচেষ্টায় এলাকায় ব্যাপক উন্নয়ন মুলক কাজ হচ্ছে। এর মধ্যে এ ফায়ার স্টেশনটি নির্মাণের মাধ্যমে এলাকাবাসির দীর্ঘ বছরের প্রত্যাশা পূরণ হতে চলেছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালী কন্ট্রাকশন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার মশিউর রহমান জানান, করোনার কারণে নির্মাণ কাজে কিছুটা বিলম্ব হয়েছে। এখানে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণসহ ফায়ার স্টেশনের জন্য সব ধরণের ব্যবস্থা তৈরি করা হচ্ছে। চলতি বছরের মধ্যে এটির কাজ সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।
×