ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধন

প্রকাশিত: ১৬:১৩, ২২ জুন ২০২১

‘নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন, নাটোর জেলায় করোনা সংক্রমণের হার অনেক বেশি। এই অবস্থায় সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব নাও হতে পারে। অনেক সময় রোগীরা হাসপাতালের পাশাপাশি বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। এক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে রোগীর বাড়ীতে গিয়ে অক্সিজেনসহ অন্যান্য সরঞ্জামাদি পৌছে দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা পুলিশের সেই সক্ষমতা রয়েছে। কাজেই করোনাকালীন সময় নাটোর জেলাবাসীর চাহিদা অনুযায়ী বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে মানুষের জীবন বাঁচানোর জন্যই নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় নাটোর পুলিশ লাইনস্ এর ড্রিলশেডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির এই মন্তব্য করেন। তিনি বলেন, করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে জেলার যে কোন এলাকা থেকে পুলিশের হট নাম্বারে (০১৩২০১২৪৫০৩) যোগাযোগ করলে রোগীর বাড়ীতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য। এসময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক এর চালু করার মূল উদ্দেশ্য হলো, আমাদের এক হাজার ৫৩জন পুলিশের পাশাপাশি সাধারণ জনগনকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা। এছাড়া আমাদের কাছে যে বিপুল পরিমাণ অক্সিজেন রয়েছে তা প্রয়োজনে হাসপাতালে সরবরাহ করা হবে। সাধারণ রোগীরা পুলিশের হট নাম্বারে যোগাযোগ করলে পুলিশ সদস্যরা তাদের বাড়ীতে গিয়ে অক্সিজেন সরবরাহ করবে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ৬.৮ এম৩ এর ৩০টি সিলিন্ডার এবং ১.৩৬ এম৩ এর ২১ টি সিলিন্ডিার নিয়ে নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক যাত্রা শুরু করেছে। পরবর্তীতের চাহিদামত আরো সরবরাহ করা হবে। অক্সিজেন ব্যাংক চালুর মাধ্যমে নিজস্ব পরিবহনে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, নিজস্ব টেকনোলজি সাপোর্ট সুবিধা, সিলিন্ডারে অক্সিজেন শেষ হলে রোগীর বাড়ী গিয়ে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করবে পুলিশ সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা, প্রাণ এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) আব্দুর রহিমসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×