ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় করোনায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৬:১০, ২২ জুন ২০২১

বগুড়ায় করোনায় ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় গত ২৪ ঘন্টায় দুই হাসপাতালে করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের বাড়ি জয়পুরহাট ও এক জনের বাড়ি গাইবন্ধায়। করোনা ডেডিকেটেড বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিুজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুর করে আরো ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে বগুড়ার ৩টি হাসপাতালে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ি মঙ্গলবার সকাল পর্যন্ত বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল ও বেসরকারী টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬৯ জন করেনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য সংখ্যক রোগী জয়পুরহাট, নওগা, নাটোর ও গাইবান্ধা জেলার।
×