ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ১২:১৩, ২২ জুন ২০২১

ভারতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক ॥ ভারতে তিন মাস পর করোনাভাইরাসে দৈনিক শনাক্ত ৫০ হাজারের নিচে নেমেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২ হাজার ৬৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীর এ সংখ্যা ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি। একই সময় দেশটিতে আরও ১১৬৭ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট তিন লাখ ৮৯ হাজার ৩০২ জন রোগীর মৃত্যু হল। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৭৯ দিন পর সাত লাখের নিচে নেমে ছয় লাখ ৬২ হাজারে দাঁড়িয়েছে। দৈনিক পজিটিভিটির হার আরও কমে দুই দশমিক ৫৬ শতাংশ হয়েছে। টানা ১৫ দিন ধরে দেশটিতে পজিটিভির হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। সোমবার ভারতজুড়ে একদিনে সর্বোচ্চ ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা নীতি পরিবর্তন করে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া শুরুর প্রথমদিন সোমবারই এ রেকর্ড হয়েছে। দেশটির রাজ্যগুলোর মধ্যে ৫৯ লাখ ৭৯ হাজারেরও বেশি শনাক্ত রোগী নিয়ে শীর্ষে আছে মহারাষ্ট্র। এখানে ডেল্টা ভ্যারিয়েন্টের মিউট্যান্ট ধরন ডেল্টা প্লাসে আক্রান্ত ২১ রোগী শনাক্ত হয়েছে বলে রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। মহারাষ্ট্রের পর যথাক্রমে কেরালা, কর্নাটক, তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সোমবার রাজ্যটিতে ৩৭৪ জন নতুন রোগী পাওয়া গেছে। এদের নিয়ে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৪২২৭ জনে দাঁড়িয়েছে।
×