ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা-

প্রকাশিত: ০০:২৯, ২২ জুন ২০২১

ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা-

জনকণ্ঠ ডেস্ক ॥ বরগুনার আমতলীতে নৌকার চার এবং দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও পাথরঘাটার তিন ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এদিকে ঝালকাঠি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মোঃ লিয়াকত আলী তালুকদার পুনর্নির্বাচিত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সোমবার বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারজন আওয়ামী লীগ মনোনীত এবং দুজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন গুলিশাখালী ইউপিতে এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মনি (নৌকা), কুকুয়া ইউপিতে মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার (নৌকা), চাওড়া ইউপিতে মোঃ আখতারুজ্জামান বাদল খান (নৌকা), আড়পাঙ্গাশিয়ার নারী প্রার্থী মোসাঃ সোহেলী পারভীন মালা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আঠারোগাছিয়া মোঃ রফিকুল ইসলাম রিপন ও হলদিয়া ইউনিয়নে মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। পাথরঘাটার ৩ ইউপিতেই নৌকা বিজয়ী ॥ পাথরঘাটার তিনটি ইউপিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৫নং কালমেঘা ইউপিতে নৌকার প্রার্থী মোঃ গোলাম নাসির, ৬নং কাকচিড়া ইউনিয়নে নৌকা নিয়ে আলাউদ্দিন পল্টু ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন। ৭নং কাঠালতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগরে শহিদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি পৌর নির্বাচনে নৌকার জয় ॥ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মোঃ লিয়াকত আলী তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছেন। এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২নং ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৩নং ওয়ার্ডে এসএম আল আমিন, ৪নং ওয়ার্ডে মোঃ কামাল শরীফ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৫নং ওয়ার্ডে তরুণ কর্মকার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৬নং ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, ৭নং ওয়ার্ডে মোঃ হুমায়ুন কবির খান, ৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, ৯নং ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর নির্বাচিত হয়েছেন। এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাছলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। বরিশালে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী ॥ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কামরুল আহসান হিমু খান ২ হাজার ৯৫৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। হিমু খান পান ৬ হাজার ৯৪২ ভোট। বর্তমান চেয়ারম্যান সরদার তারিকুল ইসলাম তারেক (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। ভোলায় ৯টিতে নৌকা, ৩টিতে বিদ্রোহী বিজয়ী ॥ ভোলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চরফ্যাশন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার ১টি নিয়ে মোট ৬টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীগণ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে তজুমদ্দিন উপজেলার ৩টির মধ্যে ২টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এবং মনপুরা উপজেলার ২টির মধ্যে ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামী লীগের প্রার্থী, বোরহানউদ্দিন উপজেলায় ১টিতে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বেসরকারীভাবে ঘোষিত ফল অনুযায়ী জানায়, তজুমদ্দিনে চাচড়া ইউনিয়নে আবু তাহের (নৌকা), চাঁদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একেএম শহিদুল্যাহ কিরন (অটোরিক্সা), শম্ভুপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাসেল (মোটরসাইকেল), মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মোঃ নিজাম উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অলি উল্ল্যাহ কাজল (নৌকা), বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে মোঃ মহিবুল্ল্যাহ মৃধা (নৌকা) নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে মোঃ আঃ হাই, চরকলমী ইউনিয়নে কাউসার হোসেন মাস্টার, এওয়াজপুর ইউনিয়নে মাহবুবুর রহমান খোকন, জাহানপুর ইউনিয়নে নাজিম হোসেন হাওলাদার এবং হাজারিগঞ্জ ইউনিয়নে মোঃ সেলিম হাওলাদার বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোঃ রিয়াজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
×