ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপ্রতিরোধ্য ইতালি টানা ৩০ ম্যাচ অপরাজিত

প্রকাশিত: ২৩:৩৯, ২২ জুন ২০২১

অপ্রতিরোধ্য ইতালি টানা ৩০ ম্যাচ অপরাজিত

জাহিদুল আলম জয় ॥ হার যেন ভুলেই গেছে ইতালি। তিন বছর আগে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারার জ্বালাটা ভালমতোই মিটিয়ে চলেছে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৮ সাল থেকে প্রায় তিন বছর আন্তর্জাতিক ফুটবলে কেউ হারাতে পারেনি আজ্জুরিদের। চলমান ইউরো চ্যাম্পিয়শিপেও অপ্রতিরোধ্য এ ধারা অব্যাহত আছে। সবার আগে টুর্নামেন্টের নকআউট রাউন্ড অর্থাৎ শেষ ষোলো নিশ্চিত করার পর এবার গ্রæপে শতভাগ জয়ও নিশ্চিত করেছে কোচ রবার্টো ম্যানচিনির দল। রবিবার রাতে ‘এ’ গ্রæপের ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়েও ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। ঘরের মাঠ রোমের স্টাডিও অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার মাত্তেও পেসসিনা। এর ফলে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পরের পর্বে গেছে ইতালি। এই ম্যাচে হেরেও গোলগড়ে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকেট পেয়েছে ওয়েলস। একই রাতে আরেক ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে অপেক্ষায় আছে সুইজারল্যান্ড। সুইসদের দুর্দান্ত জয়ে জোড়া গোল করেন দলটির সেরা তারকা জারদান শাকিরি। অপর গোলটি করেন হারিস সেফেরোভিচ। তুরস্কের একমাত্র গোলদাতা ইরফান কাভেচি। ওয়েলস ও সুইজারল্যান্ড দু’দলের ভাÐারেই জমা হয় ৪ পয়েন্ট করে। কিন্তু গোলগড়ে দ্বিতীয় হয়ে পরের পর্বে গেছে গ্যারেথ বেলের ওয়েলস। আর তিনে থেকে ছয় গ্রæপের সেরা চার তৃতীয় দল হয়ে নকআউট রাউন্ডে খেলার স্বপ্ন বুনছে সুইসরা। চার পয়েন্ট ঝুলিতে থাকায় সুইসদের পরের পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল। অন্যদিকে তুরস্ক তিন ম্যাচের সবকটিতে হেরে যাচ্ছেতাইভাবে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ওয়েলসকে হারিয়ে রেকর্ড টানা ৩০ ম্যাচ অপরাজিত আছে ইতালি। এটি সম্ভব হয়েছে কোচ রবার্টো ম্যানচিনির দুর্দান্ত কৌশলের কারণে। ২০১৮ সালে উয়েফা নেশন্স লীগে পর্তুগালের কাছে সর্বশেষ হেরেছে ইতালি। এরপর তাদের আর কোন দল হারের তেতো স্বাদ দিতে পারেনি। এর ফলে ইতালি স্পর্শ করেছে ৮২ বছরের নিজেদের পুরনো রেকর্ড। ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত সময়েও ৩০ ম্যাচে অপরাজিত থেকেছিল ইতালি। এবার সেই রেকর্ড ভেঙ্গে দেয়ার সুবর্ণ সুযোগ ইমোবিলে-চিয়েসাদের। শেষ ষোলোর ম্যাচে না হারলেই আট দশক আগের রেকর্ডটি ভেঙ্গে দেবে আজ্জুরিরা। শুধু তাই নয়, নিজেদের জাল অক্ষত রেখে ইতালির টানা জয় দাঁড়িয়েছে ১১ ম্যাচ। অর্থাৎ সর্বশেষ এগারো ম্যাচে টানা জয় পেয়েছে ম্যানচিনির দল। এই সময় একবারও গোল হজম করেনি তার দল। দ্বিতীয় সারির একাদশ নিয়েও দলটির এমন পারফর্মেন্সে চারিদিক থেকে আসছে প্রশংসার ¯্রােত। ম্যাচে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি ওয়েলসের ফুটবলাররা। পুরো ম্যাচে মাত্র তিনটি শট নেয় বেলের দল। যার একটিই কেবল লক্ষ্যে ছিল। বিপরীতে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ইতালির ২৩ শটের সাতটি ছিল লক্ষ্যে। এর মধ্যে একটি থেকে গোল আদায় করে। মূলত নকআউট পর্বের ম্যাচের কথা মাথায় রেখেই দলে ব্যাপক পরিবর্তন আনেন ইতালি কোচ। এরপরও দারুণ জয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন তিনি। ম্যাচ শেষে ম্যানচিনি বলেন, ছেলেরা খুবই বুদ্ধিমান ও স্মার্ট। ওরা সবসময় জিততে চায়। তাদের মানসিকতা খুবই ভাল। আমি খুবই খুশি। কারণ আটজন খেলোয়াড় বদল করেও ভাল একটা ম্যাচ খেলেছি আমরা। ইতালি বস বলেন, পরিবর্তন যাই হোক আমাদের পরিচয় ইতালিই থাকবে। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। কিছু খেলোয়াড় বদলের জন্য কোন কিছুর পরিবর্তন হওয়া উচিত নয়। কেননা সবাই নিজের করণীয়টা জানে। ইতালির খেলার মানের কোন বদল হবে না। আমার ছেলেরা দেখিয়েছে তারা সবাই শুরুর একাদশে খেলার যোগ্য। ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম। যদিও এটা সহজ ম্যাচ ছিল না। শুরুর একাদশ কারও নির্দিষ্ট জায়গা নয়; মাত্র ১১ জনই তো মাঠে নামবে। ম্যানচিনি আরও বলেন, জয় পাওয়া সবসময়ই কঠিন। আমি মনে করি ভাল একটা দলকে আমরা হারিয়েছি। সবাই জানেন ওয়েলস ভাল দল। কিন্তু জয়টা আমাদেরই প্রাপ্য। দল দুর্দান্ত ছন্দে ছুটলেও নকআউট পর্ব নিয়ে সতর্ক ইতালি কোচ বলেন, আমরা জানি গ্রæপপর্বের পর আমরা নতুন একটা ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করব। কারণ সেখানে অনেক কিছু ঘটতে পারে। আমাদের সতর্ক থেকেই এগিয়ে যেতে হবে।
×