ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোরিয়ান রাষ্ট্রদূতের অনুরোধ

প্রকাশিত: ২৩:৩৩, ২২ জুন ২০২১

কোরিয়ান রাষ্ট্রদূতের অনুরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকরিজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্য নাগরিকদের টিকাপ্রাপ্তির ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে দুদেশের বিভিন্ন বিষয়ে তারা কথা বলেন। খবর বাংলানিউজের। স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কথা মনোযোগ দিয়ে শোনেন ও অনুরোধ রক্ষার আশ্বাস দেন। একই সঙ্গে, স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার নিয়ে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা যেন টিকাপ্রাপ্তিতে সুবিধা পায় সে বিষয়েও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান। পাহাড়ী সন্ত্রাসীদের হামলা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২১ জুন ॥ পাহাড়ী সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামের পটিয়ায় দুই শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব রতনপুর গ্রামের মোঃ পেয়ার আহমদের পুত্র মোঃ শাহেদ (২৬) ও তার ভাই মোঃ জাহেদ (২৪)। সোমবার সকাল অনুমান ১০টায় পাহাড়ের দামাইছড়ি এলাকায় এ হামলার শিকার হয়েছেন। পরে আকুতি মিনতি করে পাহাড়ের গহীন থেকে গ্রামে ফিরে এসে চিকিৎসা নিয়েছে দুই ভাই। পাহাড়ী সন্ত্রাসীরা মূলত প্রতি বছর বিভিন্ন মৌসুমে অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ে ঘুরে বেড়ায়। মাসিক চাঁদার জন্য তারা পেয়ারা, লেবু ও আদা বাগানের মালিককে খোঁজ করে। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চাষীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’ এর মাধ্যমে টাকা আদায় করে।
×