ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্ধ ক্যাম্পাসে পরিবহন আবাসন ফি ॥ ছাত্রলীগের প্রতিবাদ

প্রকাশিত: ২৩:২৯, ২২ জুন ২০২১

বন্ধ ক্যাম্পাসে পরিবহন আবাসন ফি ॥ ছাত্রলীগের প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো। ক্যাম্পাস বন্ধ থাকলেও আবাসন ও পরিবহন ফি পরিশোধ করতে হচ্ছে শিক্ষার্থীদের। করোনা বিবেচনায় এসব ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাবি ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশে ছাত্রলীগ নেতারা এই দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে পাঁচ দফা উত্থাপন করা হয়। সেগুলো হলো : আবাসিক ফি ও পরিবহন ফি প্রত্যাহার, আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীকে দ্রæততম সময়ে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসন সঙ্কট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য রোডম্যাপ প্রণয়ন এবং মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থা। সমাবেশে সঞ্জিত চন্দ্র দাস বলেন, করোনার কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানারকম মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেক শিক্ষার্থী আত্মহত্যাও করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনারা অতিদ্রæত শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করে এই ক্ষতি থেকে রক্ষা করুন। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোন মাদকসেবীর আশ্রয়খানা হতে পারে না। এই ক্যাম্পাস দুর্নীতিবাজদের আশ্রয়খানা হতে পারে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, আপনারা তাদের সহায়তা নিয়ে একটি নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন, এটা আমাদের দাবি। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমাদের শিক্ষার্থীদের সহায়তা নেন, নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরিতে আমরা আপনাদের সহায়তা করব। তিনি দ্রæততম সময়ের মধ্যে আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনেশনের আওতায় এনে ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবান্ধব ভূমিকা ‘প্রশ্নবিদ্ধ’ দাবি করে সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১৫ মাস ধরে বন্ধ রয়েছে। অথচ শিক্ষার্থীদের নিকট থেকে এক হাজার ৮০ টাকা পরিবহন ফি নেয়া হচ্ছে। আবাসন ফি নেয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যদি আবাসন ও পরিবহন ফি নেয়া বন্ধ না করা হয়, তাহলে আমরা ধরে নেব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিকতা রং রুটে চলে গেছে। সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের টিকা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সব শিক্ষার্থীকে টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়হীতার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীরা টিকার আওতায় আসেনি। অনতিবিলম্বে সরকারের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার দাবি জানান।
×