ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মগবাজারে স্বাস্থ্য অধিদফতর কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২৩:১৫, ২২ জুন ২০২১

মগবাজারে স্বাস্থ্য অধিদফতর কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজারে স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে মহাখালীর সাততলা বস্তি এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়েছে তার পাষÐ স্বামী। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মগবাজারে স্বাস্থ্য অধিদফতরের ডাঃ জিহানুল আলিম (৫৬) নামে এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন। নিহতের স্ত্রীর দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে চিকিৎসক বলছেন, তার গলায় দাগ আছে। ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে ডাঃ জিহাদুলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার স্ত্রী ফারহানা আলী। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানায়। তিনি হাতিরঝিল থানার বড়মগবাজার এলাকার পিয়ারাবাগের ৫৮১ নম্বর ভবনের ৫ম তলার নিজ বাসায় থাকতেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৩টার দিকে নিহতের স্ত্রী ফারহানা আলী টিকিট কাউন্টারে গিয়ে বলেন, আমার স্বামী স্ট্রোক করেছেন। জরুরী বিভাগের চিকিৎসককেও তিনি একই কথা বলেন। পরে ইসিজি করতে গেলে মৃতের গলায় রশির দাগ পাওয়া যায়। এরপর চিকিৎসক পুলিশ কেস-এর সিল দেন। হাসপাতালের চিকিৎসক জানান, মৃতের গলায় রশির দাগ দেখে মনে হয়েছে ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে। বাকি বিষয় থানা পুলিশ দেখবে। এ ব্যাপারে নিহতের স্ত্রী ফারহানা আলী কোন মন্তব্য করেনি। নিহতের ভাই অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কমান্ডার জহিরুল আলিম জানান, জিহানুল দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাকে আমরা ভাল ডাক্তার দেখানোর কথা বলেছি। তবে কী কারণে বা কীভাবে তার মৃত্যু হলো সে বিষয়ে কিছু বলতে পারব না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ১০ মাস ধরে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ছিলেন ডাঃ জিহানুল। সর্বশেষ তিনি স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, হাতিরঝিল থানা বিষয়টি তদন্ত করে দেখছে। গৃহবধূকে কুপিয়েছে স্বামী ॥ রাজধানীর মহাখালীর সাততলা বস্তির খ্রীস্টান পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে কল্পনা (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়েছে তার পাষÐ স্বামী। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তার আহতের স্বামী আল-আমিন পালিয়েছে। বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে সোমবার ভোররাত ৪টার দিকে রাজধানীর মহাখালী সাততলা বস্তির খ্রীস্টান পাড়া এলাকায় গিয়ে তাকে উদ্ধার করি। আহতের প্রতিবেশীরা জানান, রাত ৩টার দিকে স্বামী আল- মামুন কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই ওই নারীর স্বামী পালিয়ে যায়। কল্পনা একটি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত। রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
×