ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘সঙ্গীত হোক বৈশ্বিক মহামারী নির্মূলের হাতিয়ার’

প্রকাশিত: ২৩:১০, ২২ জুন ২০২১

‘সঙ্গীত হোক বৈশ্বিক মহামারী নির্মূলের হাতিয়ার’

স্টাফ রিপোর্টার ॥ সোমবার ছিল সুরে সুরে কথা বলার সেই দিন বিশ্ব সঙ্গীত দিবস। প্রতিবছর দিবসটি উপলক্ষে রঙিন হয়ে ওঠে রাজধানীর সংস্কৃতি ভুবন। শহরে নানা প্রান্তে অনুষ্ঠিত হয় গানের আসর, শিল্পী সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, কর্মশালাসহ সঙ্গীত বিষয়ক নানামুখী অনুষ্ঠানিকতা। তবে ভিন্ন বাস্তবতায় সেই রঙিন রূপটি এবার অনুপস্থিত। মহামারীর আগ্রাসনে অনেক খানি রং হারিয়েছে দিনটি। তাই বলে একেবারে মলিন হয়নি। সেই সুবাদে সুরের আশ্রয়ে উচ্চারিত হয়েছে অতিমারীকে নির্মূলের অঙ্গীকার। ‘সঙ্গীত হোক বৈশি^ক মহামারী নির্মূলের হাতিয়ার’ ¯েøাগানে দিবসটি উদ্্যাপনের আয়োজন করেছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন পরিষদ। রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, গণসঙ্গীত, আধুনিক গান, অতুলপ্রসাদের গান ও দেশাত্মবোধক সঙ্গীতের আশ্রয়ে সাজানো হয়েছে সপ্তাহব্যাপী এই অনলাইন সঙ্গীতাসর। একইভাবে সাত দিনের আয়োজনে গানের সঙ্গে কথনে কণ্ঠশিল্পী, গীতিকবি, চিত্রশিল্পীসহ অংশ নেবেন সাত গুণীজন। আর সঙ্গীত পরিবেশনায় অংশ নেবেন বিভিন্ন সঙ্গীত সংগঠনের প্রতিনিধিত্বশীল শিল্পীবৃন্দ। প্রথম দিনের মতোই প্রতিদিন রাত সাড়ে আটটায় পরিষদের ফেসবুক পেজে সম্প্রচারিত হবে এ অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গানের সুরে সজ্জিত ছিল প্রথম দিনের এই ভার্চুয়াল সঙ্গীতাসর। সঙ্গীত সংগঠন রবিরশ্মির পক্ষের গান শুনিয়েছেন মহাদেব ঘোষ। তার কণ্ঠে গীত হয় ‘গ্রামছাড়া এই রাঙামাটির পথ’ ও ‘আকাশভরা সূর্য তারা’ শীর্ষক সঙ্গীত। নন্দনের শিল্পী স্বপন দত্ত শুনিয়েছেন ‘তুমি যত ভার দিয়েছো’ ও ‘আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে’ শিরোনামের গান। গানের খেয়ার পক্ষে অপর্ণা খান গেয়েছেন ‘বিশ^ সাথে যোগে যেথায় বিহার’ ও ‘আমারে পাড়ায় পাড়ায় ক্ষেপিয়ে বেড়ায় কোন্ খেপা সে’। সুরের ধারার সারোয়ার হোসেন বাবুর গাওয়া গানের শিরোনাম ছিল ‘বিশ^ যখন নিদ্রা মগন’ ও ‘তোমার খোলা হাওয়া’। বাফার শিল্পী ফারজানা ইয়াসমীন লুনা পরিবেশন করেন ‘তোমায় গান শোনাব’ ও ‘বসে আছি হে কবে শুনিব’ শিরোনামের গান। উত্তরায়ণের শিল্পী মৌমিতা মমির কণ্ঠে উচ্চারিত ‘মাঝে মাঝে তব দেখা পাই’ ও ‘নীলাঞ্জন পুঞ্জ ছায়ায়’ শিরোনামের দুটি গান। গীতাঞ্জলির প্রতিনিধিত্বশীল শিল্পী সানজিদা রহমানের গাওয়া গানের শিরোনাম ছিল ‘অমল ধবল পালে’ ‘নিদ্রাহারা রাতের এ গান’। প্রথম দিনের অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরেক সঙ্গীত শিল্পী মাহমুদ সেলিম। আজ বুধবার দ্বিতীয় দিনের আসরে পরিবেশিত অতুলপ্রসাদের গান। এদিন গান শোনাবেন শায়লা হোসেন কান্তা. তনুশ্রী দীপক, মানসী সাধু, জয়ন্ত আচার্য, তানজিনা তমা, সাজ্জাদ হোসেন ও লিটন চন্দ্র বৈদ্য।
×