ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অমির বডিগার্ডসহ ৬ জন আটক

পরীমনির বিরুদ্ধে আরও একটি ক্লাবে ভাংচুরের অভিযোগ

প্রকাশিত: ২৩:০৭, ২২ জুন ২০২১

পরীমনির বিরুদ্ধে আরও একটি ক্লাবে ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে আরও একটি ক্লাবে ভাংচুরের অভিযোগ উঠেছে। রাজধানীর বনানী ক্লাবে ছয় মাস আগে এই হামলা চালান তিনি। এ বিষয়ে সোমবার ক্লাবটির প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও পুলিশকে জানিয়েছেন। এদিকে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি নাসির ও অমির ৭ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। তাদের টানা ৭দিন জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বলে ডিবির একটি সূত্র। দক্ষিণখান থানায় দায়েরকৃত মানব পাচার মামলায় অমির বডিগার্ড জাকিরসহ ৬ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, পেনড্রাইভ, হার্ডডিস্ক ও গাড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। অন্যদিকে অল কমিউনিটি ক্লাবে ভাংচুরের অভিযোগে জিডি হওয়ার পর থেকে চুপ মেরে যান পরীমনি। মিডিয়ার সঙ্গে কথা বলা থেকে বিরত রয়েছেন। তার মুঠোফোনটাও বন্ধ রয়েছে। বনানী ক্লাবের ঘটনা সম্পর্কে জানা যায়, পরীমনি অপর এক তারকা দম্পতির অনুষ্ঠানে গিয়ে এমনটা ঘটান। বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে জানান, পরীমনি বনানী ক্লাবের সদস্য নন। তবে মাস ছয়েক আগে একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাংচুর চালিয়েছেন। তবে সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না। ক্লাবের স্টাফরা বিষয়টি আগে থেকেই জানতেন। এ বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়। এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। বনানী ক্লাবের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেই রাতে পরীমনি কোন ধরনের অনুমতি ছাড়াই সেখানে প্রবেশ করেন কজন সঙ্গীসহ। গেটে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এরপর ভেতরে ঢুকেই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। কেন তাকে গেটে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়তে হয়েছে সেটা তিনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। এতে অপমানিত বোধ করেই তিনি উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন এবং এক পর্যায়ে হাতের কাছে থাকা গøাস ও টেবিল ভাংচুর করেন। এর আগে ৮ জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাংচুর করেন বলে অভিযোগ করেন ক্লাবটির সভাপতি আলমগীর ইকবাল। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাউর হয় ৯ দিন পর। এদিকে আসামি নাসির ও অমির ৭ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ মঙ্গলবার। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আসামি নাসির পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। তবে অপর আসামি অমি মানব পাচারের অভিযোগ অস্বীকার করতে পারেননি। ডিবির জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত জনশক্তি রফতানিকারক দাবি করে মালয়েশিয়া ও দুবাইয়ে নিজের ফ্ল্যাট থাকার কথা জানিয়েছেন। উল্লেখ্য, গত সপ্তাহে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে পরীমনি জানান, ঢাকা বোট ক্লাবে তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। থানা পুলিশ মামলা না নেয়ায় ফেসবুকে মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে বনানীর বাসায় সাংবাদিকদের কাছে ঘটনায় অভিযুক্ত হিসেবে নাসির ইউ মাহমুদ ও অমিসহ অচেনা কয়েকজনের কথা উল্লেখ করেন তিনি। এই ঘটনায় সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় তিনি উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ ও অমিসহ ৬ জনকে আসামি করেন। তারা বর্তমানে ডিবিতে ৭ দিনের রিমান্ডে রয়েছেন।
×