ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ২৩:০৪, ২২ জুন ২০২১

নেত্রকোনায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ জুন ॥ খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মহসিন মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার রাত ১২টার দিকে মহসিন মিয়া তার নিজ বাড়িতে মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা এ অভিযোগ তুলেছেন। জানা গেছে, পাঁচহাট গ্রামের মোক্তার আলীর ছেলে মহসিন মিয়া কিছুদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। রবিবার সন্ধ্যায় এলাকার পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেনের কাছে গেলে তিনি তাকে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। এর ঘণ্টাখানেক পর মহসিন মিয়ার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। এক পর্যায়ে তার যৌনাঙ্গ ও পায়ুপথ দিয়ে রক্ত বের হয়। রাত ১২টার দিকে মারা যান তিনি। মহসিন মিয়ার স্ত্রী আমেনা আক্তার বলেন, আমার স্বামী মারা যাওয়ার মতো অসুস্থ ছিলেন না। পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেনের ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন। তবে ভুল চিকিৎসার কথা অস্বীকার করেছেন পল্লী চিকিৎসক তোফাজ্জল। তিনি বলেন, আমার চিকিৎসা ঠিকই আছে। কিন্তু রোগী কেন মারা গেছেন তা আমি জানি না। এ ব্যাপারে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাউল গণি উসমানী বলেন, মহসিন মিয়াকে যে স্যালাইন ও ইনজেকশন দেয়া হয়েছে তাতে মারা যাওয়ার কথা না। তবে খুব দ্রæত বা মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেয়ার কারণে মৃত্যু ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর পাওয়ার পর খালিয়াজুরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহসিন মিয়ার মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে।
×