ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাইডেনের সঙ্গে কোন বৈঠক নয় ॥ ইরানের নয়া প্রেসিডেন্ট

প্রকাশিত: ২৩:০৩, ২২ জুন ২০২১

বাইডেনের সঙ্গে কোন বৈঠক নয় ॥ ইরানের নয়া প্রেসিডেন্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন না বলে জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। শুক্রবারের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রইসি। সেখানেই নিজের এমন অবস্থানের কথা জানান তিনি। ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন কিনা- একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না’। খবর পার্সটুডের। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের এবং নিজেদের প্রতিশ্রæতি রক্ষা না করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন রইসি। তিনি বলেন, আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইউরোপীয়দের ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের প্রতি নিজেদের প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে হবে। নিজের সরকারের পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করে তিনি বলেন, দুনিয়ার সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দেয়া হবে বলে উল্লেখ করেন রইসি। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে পূর্ণমাত্রায় ক‚টনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও উভয় দেশে পরস্পরের দূতাবাস পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে। ইসরাইলের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানকে ভয় না পেয়ে তেলআবিবের উচিত ফিলিস্তিনী জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের বিষয়ে ইরানের নীতি হচ্ছে, সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে হবে। ইয়েমেন যুদ্ধ নিয়েও কথা বলেন আয়াতুল্লাহ রইসি। তিনি বলেন, সৌদি আরবকে যত দ্রæত সম্ভব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে। দেশটির জনগণকে বিদেশী হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে। ইব্রাহিম রইসি বলেন, গত ২৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের মহান জাতি যথারীতি যে মহাকাব্য রচনা করেছে তা ছিল জনগণের ইচ্ছা ও আকাক্সক্ষার বহিঃপ্রকাশ। নির্বাচনে জনগণের স্বতস্ফ‚র্ত উপস্থিতি আন্তর্জাতিক স¤প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি বলেন, করোনা মহামারীর ভেতর শত্রæদের বিচিত্র শত্রæতা, মনস্তাত্তি¡ক যুদ্ধ, অর্থনৈতিক অনুযোগ ইত্যাদি বিচিত্র প্রতিক‚লতা সত্তে¡ও নির্বাচনে জনগণের আন্তরিক উপস্থিতি যথেষ্ট অর্থবহ। তাদের এই উপস্থিতি ইরানের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির বার্তা বহন করছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাসহ অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন প্রয়োজন। ইব্রাহিম রইসি বলেন, জনগণ সর্বোচ্চ নেতার আহŸানে সাড়া দিয়ে নির্বাচনে তাদের উপস্থিতির স্বাক্ষর রেখেছে।
×