ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংঘর্ষে তিনজন নিহত

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউপি নির্বাচন শান্তিপূর্ণ

প্রকাশিত: ২২:৫৬, ২২ জুন ২০২১

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউপি নির্বাচন শান্তিপূর্ণ

স্টাফ রিপোর্টার ॥ প্রথম ধাপে দেশের ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে পরস্পরবিরোধী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২ জন নিহত হয়। এর মধ্যে বরিশালের গৌরনদীতে ২ জন ও ভোলার চরফ্যাশনে আরও ১ জন নিহত হয়। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। একই সময়য়ে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানিয়েছেন, দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে যান। সার্বিকভাবে ভোটার উপস্থিতি ছিল আশানুরূপ। তবে বৃষ্টির কারণে কোন কোন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা কম। এসব নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তাই কোন কোন এলাকায় সরকারী দলের প্রার্থীর সঙ্গে একই দলের বিদ্রোহী প্রার্থীদের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া যায়। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে পৃথক বোমা হামলায় দুইজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পর খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে আনন্দ মিছিল বের করেন বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। এসময় পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা ওই আনন্দ মিছিলে বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বিজয়ী প্রার্থীর সমর্থক খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র আবু বক্কর ফকির (২৫) নিহত ও কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। আহত খাঞ্জাপুর গ্রামের আলী হাওলাদারের পুত্র রকিব হাওলাদারকে (২২) উপজেলা ও অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একইদিন দুপুর বারোটার দিকে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় আটক করায় ক্ষিপ্ত হয়ে বোমা হামলা চালায় টিউবওয়েল মার্কার ইউপি সদস্য প্রার্থী মন্টু হাওলাদারের সমর্থকরা। এতে ঘটনাস্থলেই মোরগ মার্কার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মৃধার সমর্থক কমলাপুর গ্রামের মৃত কাদের মৃধার পুত্র মৌজে আলী মৃধা (৬৫) নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে দুই সদস্য প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরস্পরের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে গুলিবিদ্ধ হয়ে মনির মাঝি (২৫) নামে এক যুবক নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে। এছাড়াও চরফ্যাশনের আরও কয়েকটি ইউনিয়নের নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে চরফ্যাশন থেকে নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন। ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বেলা ১১টার দিকে চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরফকিরা এলাকায় মেম্বার প্রার্থী ইয়াসিন মাঝি ও রুহুল আমিন দালালের মধ্যে সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন বশির সিকদারের পুত্র মনির মাঝি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেটের গুলি ছুড়ে। এদিকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গুলিবিদ্ধ যুবককে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াদ হোসেন হান্নান ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, অনিয়ম, কর্মী সমর্থকদের মারধরসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। সোমবার দুপুরে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, নির্বাচন শুরুর সঙ্গে সঙ্গে তার আনারস প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা। যেসব কেন্দ্রে এজেন্ট ছিল তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়াও নির্বাচন শুরুর আগে বহিরাগত লোকদের দিয়ে তার সমর্থকদের ১৫০টি ঘর ভাংচুর এবং হামলা চালানো হয়। এতে ১০০ কর্মী আহত হয়। তাই ভোটের পরিবেশ না থাকায় এবং নানা অনিয়ম হওয়ায় ভোট থেকে সরে এসেছি। বিষয়টি প্রশাসন এবং নির্বাচন কমিশনকেও লিখিতভাবে জানিয়েছি। এ সময় তিনি পুনরায় ভোটের দাবি জানান। বিভিন্ন এলাকার নির্বাচন সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, ভোটগ্রহণকালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে দেয়ার কথা থাকলেও কোন কোন ভোট কেন্দ্রে তা সঠিকভাবে মানা হয়নি বলে জানা যায়। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটির আওতামুক্ত ছিল। তবে ভোটকেন্দ্রসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নির্বাচন কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় ছিলেন। ভোটাররাও ছুটি নিয়ে নিজ নিজ এলাকায় ভোট দিতে পেরেছেন। ২০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। আর বাকি ১৮৪টিতে ভোট গ্রহণ করা হয় ব্যালটের মাধ্যমে। এ ছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও ২টি পৌরসভার ভোট ইভিএমে পদ্ধতিতে গ্রহণ করা হয়। ২ জুন ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হলেও পরে প্রথমে ৪টি এবং পরে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ১০ জুন নির্বাচন কমিশন জরুরী সভা ডেকে প্রথম ধাপের ১৬৩টি ইউপির ভোট গ্রহণ স্থগিত করে। দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে- ইসি সচিব ॥ দু’একটা অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
×