ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাওয়ায় ২৯ বস্তা চায়না জালসহ আটক ১

প্রকাশিত: ২১:৫১, ২১ জুন ২০২১

মাওয়ায় ২৯ বস্তা চায়না জালসহ আটক ১

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন শিমুলিয়া ঘাটে ২৯ বস্তা চায়না জাল সহ এক ব্যাক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের পদ্মা সেতু কম্পোজিট স্টেশন। আটক ব্যক্তি রাসেল মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার হাজার টাকা অর্থদন্ড করিয়া চায়না জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক। তিনি জানান, সোমবার ভোর রাত পৌনে একটায় শিমুলিয়া ঘাটে কোস্টগার্ডের অভিযানে জাল, জালের ব্যবসায়ী সহ একটি মিনি ট্রাক আটক করে। আটককৃত ট্রাকটিতে ২৯ বস্তা (২৫২ পিস) নিষিদ্ধ চায়না জাল যার মূল্য ৯(নয়) লক্ষ টাকা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেন এবং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের অনুমতিক্রমে চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ২৯ বস্তা আটক জালের পরিবর্তে ১৫ বস্তা জাল পোড়ানো হয়েছে বলে জাল ব্যবসায়ী রাসেল জানান। কোস্টগার্ড বাকি জাল অন্যত্র বিক্রির চেষ্টা করেছে বলে দাবি করেছে উক্ত জালের ব্যবসায়ী। রাসেল জানান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ২৯ বস্তা নয় ১৫ বস্তা জাল পোড়ানো হয়েছে। তিনি আরো জানান, বাকি জাল কোস্টগার্ড বিক্রি করেছে কিংবা সরিয়ে ফেলেছে। এ বিষয়ে কোস্টগার্ডের পদ্মা সেতু কম্পোজিট স্টেশনের কমান্ডার বজলুর রহমান জানান, আটক জাল বিক্রি কিংবা সরিয়ে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাল পোড়ানো হয়েছে। আর অভিযুক্তরা এখন উল্টোপাল্টা বলবে এটাই স্বাভাবিক। তবে কোস্টগার্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে ২৫২ পিস জাল আর ভ্রাম্যমাণ আদালতের জব্দ তালিকায় ২৬৪ পিস চায়না জাল আটকের বিষয়টি উল্লেখ রয়েছে।
×