ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগ কমেছে ৩১ কোটি ডলার

প্রকাশিত: ১৮:২০, ২১ জুন ২০২১

বাংলাদেশে বিনিয়োগ কমেছে ৩১ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ১১ শতাংশ। মহামারি করোনায় বিপর্যসস্ত বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড। সোমবার (২১ জুন) বিশ্ব বিনিয়োগ সংক্রান্ত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২০ সালে এফডিআই কমেছে আগের বছরের চেয়ে ৩৫ শতাংশ। তারা আরও জানায়, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমার হার প্রায় ১১ শতাংশ। আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশে বিনিয়োগ এসেছে ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮০০ কোটি টাকা। ২০১৯ সালে বিনিয়োগ এসেছিল ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বর্তমান মুদ্রা বিনিময় হার অনুযায়ী ২৪ হাজার ৪৩০ কোটি টাকা। আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী সারাবিশ্বের দেশগুলো ২০২০ সালে বিদেশি বিনিয়োগ পেয়েছে ১ লাখ কোটি ডলার। ২০১৯ সালে বিশ্বে এফডিআই ছিল দেড় লাখ কোটি ডলার।
×