ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৯, ২১ জুন ২০২১

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার সকাল ৯ টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নম্বর বুথে তিনি ইভিএম এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর পদে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, 'আমি প্রথমবারের মত ইভিএমে ভোট দিলাম। খুব সুন্দর একটা পদ্ধতি এবং একেবারই সময় নষ্ট হচ্ছে না। ঝামেলাও কম। এখানে ভোট নষ্ট হওয়ার কোন সুয়োগ নেই। ভোট শেষে খুব দ্রুতই ফলাফলটা পাওয়া যায়। সবাই খুব দ্রুত ভোট দিচ্ছে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেতাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছে। গত ১২ বছরে এই পৌরসভার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয়। ২০১১ সালের ১২ জানুয়ারি সেতাবগঞ্জ পৌরসভার শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর সীমানা জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। প্রায় ১১ বছর পর ষষ্ঠ ধাপে ২১ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে এই পৌরসভায় ভোটগ্রহণ চলছে। প্রায় ১১ বছর পর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে মেয়র পদে একজন নারীসহ ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেতাবগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩শ’ ৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩শ’ ২৬ এবং নারী ভোটার ১১ হাজার ৩২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০টি ও বুথ ৭৪টি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট, ১০ জন প্রিসাইডিং অফিসারসহ ২শ’ ৩২ জন নিবাচনী কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত আছেন। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র্যাবের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে মো. আসলাম, স্বতন্ত্র প্রার্থী (নারকেল গাছ) প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান দুলাল, স্বতন্ত্র প্রার্থী (জগ) প্রতীক নিয়ে মো. নাহিদ বাসার চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী (হাতুড়ি) প্রতীক নিয়ে কমরেড রশিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোাবইল (প্রতীক) নিয়ে নাজমুন নাহার মুক্তি। জাতীয় (পতাকা) নিয়ে মেয়র পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৩ নম্বর কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিজাইডিং অফিসার নাহিদ হোসেন বলেন, উংসবমুখর পরিবেশে ভোটারদের আগ্রহ নিয়ে ভোট প্রদান করতে দেখা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফ আফজাল জানান, ৫নং ওয়ার্ডের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমন্ত্রী সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
×