ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফের বিব্রত ম্যাক্রোঁ

প্রকাশিত: ২২:৪৫, ২১ জুন ২০২১

ফের বিব্রত ম্যাক্রোঁ

কদিন আগেই জনসমক্ষে থাপ্পড় খেয়ে চরম বিব্রত হন ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেই প্রসঙ্গে আরও একবার বিব্রত হলেন তিনি। ‘মি. প্রেসিডেন্ট! নাগরিকের চড় খাবার পর এখন কেমন আছেন?’- ম্যাক্রোঁকে এমন প্রশ্ন করে হতবাক ও বিব্রত করে দিয়েছে দেশটির এক স্কুলপড়ুয়া শিশু শিক্ষার্থী। ফরাসী প্রেসিডেন্ট একটি স্কুল পরিদর্শন করার সময় নিষ্পাপ ভঙ্গিতে এই প্রশ্ন করে ম্যাক্রোঁকে মানুষের সামনে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। এক শিক্ষার্থী টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে ম্যাক্রোঁকে জিজ্ঞেস করে বসে, ‘চড় খাবার পর আপনি কি এখন ঠিক আছেন?’ শিশুটির প্রশ্নের উত্তরে ম্যাক্রোঁ মুচকি হেসে জবাব দেন, আমি ঠিক আছি। এরপর ফরাসী প্রেসিডেন্ট শিশুটিকে বলেন, এভাবে কাউকে থাপ্পড় দেয়া ঠিক নয়, এটা ভাল কোন কাজ নয়। যে আমাকে থাপ্পড় দিয়েছে সে ভাল কাজ করেনি। তিনি শিশুটিকে আরও বোঝান, স্কুলে সহপাঠীদের সঙ্গে মারামারি করাও ঠিক নয়। এর আগে জনগণের সঙ্গে সামনাসামনি আলাপ ও সৌহার্দ্য বিনিময় করতে গিয়ে কদিন আগেই থাপ্পড় খেয়েছেন ম্যাক্রোঁ। ব্যারিকেডের কাছাকাছি যেতেই তার গালে সজোরে চড় মারেন এক যুবক। ভিড়ের মধ্যে প্রকাশ্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মারা দামিয়ান তাহেলকে ১৮ মাসের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তার মধ্যে ১৪ মাসের সাজা স্থগিত এবং চার মাসের সাজা এখনই ভোগ করতে হবে। তাহেল আদালতকে বলেছেন, হঠাৎ আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি ওই কাজ করেছেন। -এএফপি অবলম্বনে
×