ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:১৫, ২১ জুন ২০২১

ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার দুদকের সহকারী পরিচালক আতিকুল আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি করেন। দুদকের গণমাধ্যম শাখা জানিয়েছে- বংশাল শাখার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদকে এই মামলায় আসামি করা হয়েছে। গত শুক্রবার অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই কর্মকর্তাকে পুলিশে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে দুদকের তফসিলভুক্ত হওয়ায় মামলাটি তারাই দায়ের করেছে। এজাহারে বলা হয়েছে, আসামি রিফাতুল হক ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে বংশাল শাখায় সিনিয়র অফিসার (ক্যাশ ইনচার্জ) হিসেবে কর্মরত। ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ অডিটের অংশ হিসেবে গত ১৭ জুন ব্যাংকের বংশাল শাখা পরিদর্শন করা হয়।
×