ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল শিক্ষার্থীদের বৃষ্টিতে দাঁড় করিয়ে এমপিকে সংবর্ধনা

প্রকাশিত: ২১:১৫, ২১ জুন ২০২১

স্কুল শিক্ষার্থীদের বৃষ্টিতে দাঁড় করিয়ে এমপিকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ জুন ॥ করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা-সংবর্ধনা নিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম। ফুল হাতে স্কুল ভবনের সামনে ও ভেতরে বৃষ্টিতে ভিজে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টার দিকে উপস্থিত হন তিনি। শনিবার জেলার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় ভবনের সম্প্রসারিত অংশ এবং নবিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানের সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে এ সংবর্ধনা নেন। করোনার কঠোর বিধি-নিষেধের মধ্যে সরকারী নির্দেশে বিদ্যালয় বন্ধ রাখার কথা বলা হলেও শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত হতে বাধ্য করে এমপিকে ফুলেল শুভেচ্ছা-সংবর্ধনা দেয়ার বিষয়টি রবিবার বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
×