ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় সরকারী ও বেসরকারী হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৬:২৪, ২০ জুন ২০২১

খুলনায় সরকারী ও বেসরকারী হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় সরকারী ও বেসরকারী হাসপাতালে করেনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতায় ডেডিকেটেড ১৩০ শয্যার হাসপাতালে ৭ জন. কয়রা উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে একজন এবং নগরীর বেসরকারী গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন মারা গেছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত ৭জনের একজন উসর্গে মৃত্যুবরণ করেন। এদিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত ৩৪১ জনের মৃত্যু হলো। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৮ জন। ১৩০ শয্যা বিশিষ্ট খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত জন মারা গেছেন। এর মধ্যে ছয় জন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। করোনয় মৃত্যুবরণকারীদের একজন খুলনার খালিশপুরের, দুইজন বাগেরহাটের, দুইজন যশোরের ও একজন মাগুরা জেলার। খুলনা সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে করোনায় এক রোগী মারা গেছেন। এদিকে খুলনায় বেসরকারী পর্যায়ে একমাত্র গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চুলু রয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীর অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের একজন নগরীর সোনাডাঙ্গার এবং একজন করে চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার অধিবাসী। খুলনা সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় এক রোগী মারা গেছেন। এ ছাড়া খুলনা মেডিক্যালের করোনা হাসপাতালে ফোকাল পার্সন জানান, রবিবার সকাল পর্যন্ত ১৩০ শয্যার করোনা ইউনিটে ১৫৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ৯৮ জন, ইয়ালো জোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৮ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর মেশিনে ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৫০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১১ জন, যশোরে ছয় জন, সাতক্ষীরায় তিন জন, নড়াইল-গোপালগঞ্জ-মেহেরপুরের একজন করে করোনা শনাক্ত হয়েছে।
×