ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা সাত দিনের বর্ষণে কালকিনিতে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

প্রকাশিত: ১৬:২০, ২০ জুন ২০২১

টানা সাত দিনের বর্ষণে কালকিনিতে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ টানা ৭ দিনের বর্ষণে মাদারীপুরের কালকিনি সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল, রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এই বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে বিভিন্ন এলাকা। এছাড়াও বিভিন্ন সবজিখেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এবং জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে নদী ভাঙ্গন কবলীত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রবিবার সকালে দেখাগেছে এ চিত্র। আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বলেন, বৃষ্টির কারনে নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। এতে করে অনেকের বসতবাড়িতে ভাঙ্গন দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, কালকিনিসহ সারাদেশে টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে। তবে আমার কাছে ক্ষতিগ্রস্ত কোন পরিবার আবেদন করলে তদন্ত সাপেক্ষে সহযোগীতা করা হবে।
×