ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হালদায় আবার নমুনা ডিম ছেড়েছে মা মাছ

প্রকাশিত: ১২:০২, ২০ জুন ২০২১

হালদায় আবার নমুনা ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে শনিবার দিবাগত রাতে ফের নমুনা ডিম ছেড়েছে মা মাছ। সূত্রে জানা গেছে, এ নদীর নাপিতেরঘাট, কাগতিয়ার চর, আজিমারঘাট, মাছুয়াঘোনা প্রভৃতি এলাকায় নমুনা ডিম ছেড়েছে। চলিত মৌসুমে ২৪ মে দিবাগত মধ্যরাতে মা মাছ নদীতে নমুনা ডিম ছাড়ে। পরদিন ২৫ মে ২৪ ঘণ্টা পর পুনরায় নমুনা ডিম ছাড়ে। ২৬ মে দিবাগত রাতে মাছ ডিম ছাড়ে। সেই সময় ৩৪৩ টি নৌকার মাধ্যমে ৮ শতাধিক ডিম আহরণকারী ৬ হাজার ৫ কেজি ডিম আহরণ করেছিলেন। পরবর্তীতে ২ জুন পুনরায় মা মাছ ২য় দফা ডিম ছাড়ে। ঐ সময় ২ হাজার কেজি ডিম আহরণ করেন ডিম আহরণকারীরা। ২০২০ সালের ২২ মে বিগত দশ বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় ২৬ হাজার কেজি ডিম আহরণ করা হয়েছিল। চলিত সপ্তাহের শুরু থেকে প্রবল বর্ষণের ফলে নদীতে ব্যাপক ঢল নামতে শুরু করে । ঢলের ফলে শনিবার দিবাগত রাত আনুমানিক ৮টা থেকে নদীতে মাছ ডিমের আংশিক নমুনা ছাড়ে। রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত নমুনা ছাড়া অব্যাহত ছিল বলে সুত্রগুলো নিশ্চিত করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া নদীতে মা মাছ সামান্য পরিমাণ নমুনা ডিম ছেড়েছে বলে উল্লেখ করেন। তবে, বৃষ্টিপাত হলে প্রায়শ মা মাছ ডিম ছাড়তে পারে।
×