ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়াল, পরিণতি আরো খারাপের শঙ্কা

প্রকাশিত: ১০:৫৯, ২০ জুন ২০২১

ব্রাজিলে করোনায় মৃত্যু পাঁচ লাখ ছাড়াল, পরিণতি আরো খারাপের শঙ্কা

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, ধীর গতিতে টিকা দেওয়া এবং শীতের কারণে সে দেশে করোনা পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো জনগণের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়মে ফিরে যাওয়ার বিষয়টি বারবার নাকচ করে দিচ্ছেন। অথচ সে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। হেলথ ইন্সটিটিউট ফিউক্রুজ বলছে, ব্রাজিলে করোনা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। মাত্র ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকা নিয়েছে। সরকারের করোনা নিয়ন্ত্রণ তৎপরতার ব্যাপারে তদন্ত করছে সে দেশের কংগ্রেস। করোনা মোকাবিলা ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ব্যাপক সমালোচিত হয়েছেন। সূত্র: বিবিসি
×