ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেড় বছর পর খুলছে মধুমিতা সিনেমা হল

প্রকাশিত: ০১:০৩, ২০ জুন ২০২১

দেড় বছর পর খুলছে মধুমিতা সিনেমা হল

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস স্তব্ধ করে দিয়েছে গোটা সাংস্কৃতিক অঙ্গন। করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বড় আয়োজনের ছবি মুক্তি না পাওয়ায় প্রায় দেড় বছর ধর বন্ধ থাকা মধুমিতা প্রেক্ষাগৃহ খুলছে শুক্রবার। চিত্রনায়ক শাকিব খানের ‘নবাব এলএলবি’ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। সিনেমা হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, মানসম্পন্ন ছবি মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের ছবিটি দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠছে। কোরবানির ঈদেও বড় আয়োজনের ছবি মুক্তি পেলে তারা ছবি প্রদর্শন চালিয়ে যাবেন, নতুবা প্রেক্ষাগৃহ বন্ধ রাখবেন তারা। নওশাদ জানান, আপাতত সাড়ে ১২টা, ৩টা ও ৬টার শো চলবে। পরবর্তীতে দর্শকসংখ্যা বাড়লে রাতের শোও চালু করা হবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সবসিনেমা হল বন্ধ রাখার ঘোষণার সাত মাস পর অক্টোবর থেকে হলগুলো খুলে দেয়া হলেও মধুমিতা বন্ধ ছিল। কারণ হিসেবে বড় আয়োজনের ছবি মুক্তি না পাওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন নওশাদ। শাকিব খানের আলোচিত ছবি ‘নবাব এলএলবি’ ২৫ জুন দেশজুড়ে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। সোমবার ছবিটিতে কর্তনসাপেক্ষে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
×