ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদির কাছে বকেয়া টাকা দাবি মমতা সরকারের

প্রকাশিত: ০০:৫৮, ২০ জুন ২০২১

মোদির কাছে বকেয়া টাকা দাবি মমতা সরকারের

ডেঙ্গু নিধনে ‘একাই লড়ছে’ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম থেকে প্রতিবছর আর্থিক সাহায্য পাওয়ার কথা থাকলেও গত তিন বছরে একটি টাকাও পায়নি মমতার সরকার। তাই ফের টাকা চেয়ে দিল্লীতে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছে রাজ্যটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শুধু ডেঙ্গু নিধনে প্রতিবছর পশ্চিমবঙ্গের কোষাগার থেকে খরচ হয় অন্তত ৭০০ কোটি টাকা। এই অর্থের প্রায় অর্ধেক খরচ কেন্দ্রীয় সরকারের দেয়ার কথা। বরাদ্দ অর্থের একটা বড় অংশ যায় পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি নজরদারি চালাতে। বাকি টাকা খরচ হয় ডেঙ্গুর কিট কিনতে। অবশ্য গত তিন বছর ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের ২৭টি জেলাতে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কম। কিন্তু এই বছর বৃষ্টি যেহেতু বেশি হবে, তাই ডেঙ্গু বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্বাস্থ্য দফতরের ভেক্টর কন্ট্রোল বিভাগ। খবর এনডিটিভির। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায় ডেঙ্গুর প্রকোপ।
×