ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেন্ট লুসিয়া টেস্ট

ডিন এলগার ও ডি ককের প্রতিরোধ

প্রকাশিত: ০০:৫৫, ২০ জুন ২০২১

ডিন এলগার ও ডি ককের প্রতিরোধ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় একযুগ পর ওয়েস্ট ইন্ডিজ সফর করছে দ. আফ্রিকা। সেন্ট লুসিয়ায় তিনদিনেই প্রথম টেস্টে ইনিংস ও ৬৩ রানের বড় জয়ে নতুন অধিনায়ক ডিন এলগারদের শুরুটা হয়েছে দুর্দান্ত। কিন্তু সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। দলীয় ৩৭ রানে তৃতীয় এবং ১২৪ রানে চতুর্থ উইকেট হারানো দ. আফ্রিকার হয়ে প্রতিরোধ গড়েন এলগার ও কুইন্টন ডি কক। ৮ চারে ৭৭ রান করে আউট হয়েছেন এলগার। এইডেন মার্করাম (০), কেগান পিটারসেন (৭) ও রসি ভ্যান ডার ডুসেন (৪) ক্রিজে দাঁড়াতেই পারেননি। প্রথমদিন শেষে ৫ উইকেটে সফরকারীদের রান ২১৮। ব্যক্তিগত ৫৯ রানে অপরাজিত প্রথম টেস্টে জয়ের নায়ক ডি কক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্যানন গ্যাব্রিয়েল ২, অপর দুই পেসার কেমার রোচ ও জেদেন সেলস নিয়েছেন একটি করে উইকেট। ১১ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফর করতে এসে প্রথম ম্যাচেই দারুণ এই সাফল্য পায় দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালে ট্রেন্ট ব্রিজের পর প্রথম দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে মাত্র ২৫৯ রান। ঘরের মাঠে নিজেদের টেস্ট ইতিহাসে যা তাদের দ্বিতীয় সর্বনি¤œ। ১৯৯৯ সালের পোর্ট অ স্পেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল ২১৮ রান। ইংল্যান্ড (৩০৮) ও অস্ট্রেলিয়ার (২২৬) পর তৃতীয় দল হিসেবে টেস্টে সেটি ছিল ক্যারিবীয়দের ২০০তম হার।
×