ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিনদিন পেছাল বিপিএল ফুটবল

প্রকাশিত: ০০:৫৩, ২০ জুন ২০২১

তিনদিন পেছাল বিপিএল ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিন পিছিয়ে আগামী ২৫ জুন থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের বাকি অংশ। এ বছরের ১৩ জানুয়ারি থেকে ১৩ দল নিয়ে মাঠে গড়িয়েছিল এই লীগের ত্রয়োদশ আসর। সূচী অনুযায়ী লীগের প্রথম অংশ শেষ হলেও দ্বিতীয় অংশে ঝামেলার সৃষ্টি করে মহামারী কোভিড-১৯। গত ৮/৯ এপ্রিল থেকে লীগের দ্বিতীয়পর্ব মাঠে গড়ানোর কথা থাকলেও সারাদেশে সর্বাত্মক লকডাউনের কারণে লীগ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। এরপর প্রায় মাস দেড়েক পর ৩০ মে থেকে মাঠে গড়ায় লীগের দ্বিতীয় অংশ। বিশ্বকাপ বাছাইপর্বের কারণে মাত্র চার রাউন্ড পর আবারও বিরতিতে যায় বিপিএল। পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী ২২ জুন থেকে লীগ শুরু হবার কথা থাকলেও তা আর এখন হচ্ছে না, তিনদিন পিছিয়ে ২৫ জুন থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লীগ। মূলত কাতার ফেরত ফুটবলারদের তিনদিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে শনিবার। তাই পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির জন্যই লীগ তিনদিন পেছানো হয়েছে বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। শনিবার লীগ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউনের সময় শুধু ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হলেও ২৫ জুন থেকে শুরু হওয়া লীগের বাকি অংশ চারটি ভেন্যুতেই আয়োজিত হবে। করোনার ভয়াবহতা একেবারে না কমলেও মূলত বৃষ্টির কারণে এক ভেন্যুতে খেলা আয়োজনে রাজি নয় বাফুফে। বাফুফের এই সিদ্ধান্তে ক্লাবগুলোও এতমত পোষণ করেছে। বৃষ্টির দিনে এক মাঠে এত ম্যাচ আয়োজন করলে মাঠের কি অবস্থা হবে সেটা আগে থেকেই জানে ক্লাবগুলো।
×