ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

শুরুতেই নিউজিল্যান্ড পেসারদের তোপের মুখে ভারত

প্রকাশিত: ০০:৫৩, ২০ জুন ২০২১

শুরুতেই নিউজিল্যান্ড পেসারদের তোপের মুখে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ সাউদাম্পটনে শুক্রবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বহুল আলোচিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথমদিনের খেলা। শনিবার দ্বিতীয়দিন স্যাঁতসেঁতে পরিবেশে টস জিতে ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলও আসে হাতেনাতে। দলীয় ৮৮ রানেই ভারতের টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরায় কিউইরা। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টদের তোপ সামলে ওপেনিংয়ে অবশ্য ৬২ রান তুলে নিয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ৬ চারে ৬৮ বলে ৩৪ রান করা রোহিত দীর্ঘদেহী কাইল জেমিসনকে খোঁচা দিয়ে ¯িøপে সাউদির হাতে ধরা পড়েন। তিন ওভারের ব্যবধানে প্যাভিলিয়নের পথ ধরেন ২৮ রান করা গিলও। প্রায় একইভাবে নেইল ওয়াগনারকে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। ২ উইকেটে ৬৯ রান নিয়ে লাঞ্চ বিরতে যায় ভারত। স্বভাবসুলভ ধীরে ব্যাটিংয়ে উইকেট আগলে রাখা চেতেশ্বর পুজারা ৫৪ বলে ৮ রান করে বোল্টের বলে এলবিডবিøউ হন। এরপরই সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে নিয়ে প্রতিরোধের চেষ্টা অধিনায়ক বিরাট কোহলির। এ রিপোর্ট লেখার সময় কোহলি অপরাজিত ৩৩ ও রাহানে ১২ রানে। ৩ উইকেটে ভারতের সংগ্রহ ১১৬। শ্রেষ্ঠত্বের এ দ্বৈরথে ভারত তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটসম্যান এবং নিউজিল্যান্ড চার পেসার, এক পেস বোলিং-অলরাউন্ডার এবং ছয় ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে।
×