ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোকজের জবাব দিয়েছেন বিএনপি নেতা শফি চৌধুরী

প্রকাশিত: ২৩:৪৮, ২০ জুন ২০২১

শোকজের জবাব দিয়েছেন বিএনপি নেতা শফি চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীকে দল থেকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয় ৩ দিন আগে। শুক্রবার রাতে তিনি এ নোটিসের জবাব দিয়েছেন বলে শনিবার সাংবাদিকদের জানান। শফি আহমদ চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত শোকজ নোটিসের তিন পাতার একটি লিখিত জবাব দিয়েছি। নির্বাচন কেন করছি এবং রাজনৈতিক পরিস্থিতি সবই বিস্তারিতভাবে বর্ণনা করেছি। লিখিত জবাবে তিনি বলেন, জনগণের চাপে নির্বাচন করছি এবং এটিই আমার জীবনের শেষ নির্বাচন। শফি চৌধুরী বলেন, আমি বিএনপির রাজনীতির একজন হিসেবে এই নোটিসের জবাব দিয়েছি। এখন এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তবে আমি কি কারণে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়েছি সে বিষয়ে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছি।
×