ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ইনফেকশন ও ভ্যাকসিন

প্রকাশিত: ২৩:৩৫, ২০ জুন ২০২১

করোনা ইনফেকশন ও ভ্যাকসিন

* করোনায় ভুগে এ্যান্টিবডি কেমনতর হয় সে ব্যাপারে বিজ্ঞানীরা বরাবরই সন্দিহান ছিলেন। * এবার ৭৮ জন স্বাস্থ্য কর্মীর ওপর এ গবেষণা চালালেন। * যারা কিনা উপসর্গ নিয়ে এবং উপসর্গবিহীন করোনায় ভুগছিলেন। * গবেষকরা দেখলেন অচিরেই তাদের শরীরের এ্যান্টিবডি তিরোহিত হচ্ছে। * মেমোরি টি সেলও কমে যাচ্ছে। ৬ থেকে ১০ মাসের মধ্যে তা একেবারেই কমে যাচ্ছে। * তাই গবেষকরা বলছেন করোনা ঠেকাতে ভ্যাকসিনের বিকল্প নেই। * ভ্যাকসিনে রোবাস্ট ইমুউনিটি শরীরে অর্জিত হয়। যা বেশি দিন স্থায়ী হতে পারে। * অবশ্য এক চিন্তা গবেষকদের মনে উঁকি দিচ্ছে, হয়ত ২ টা ডোজের পরও বুস্টার ডোজ লাগতে পারে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×