ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন নিহত

প্রকাশিত: ২৩:৩৪, ২০ জুন ২০২১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। রাজধানীর ধানমণ্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন তালুকদার (৪৪) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের মিরপুর বিভাগে কর্মরত ছিলেন। ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস জানান, পুলিশ সদস্য বশির উদ্দিন তালুকদার মিরপুর-১৪ নম্বরে পুলিশ ফাঁড়িতে থাকতেন। শুক্রবার রাতে হাজারীবাগে টেবিল ফ্যান মেরামত করতে গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাইসাইকেলে মিরপুরে যাওয়ার সময় কোন একটি যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করি। পাশেই বাইসাইকেল ও একটি টেবিলফ্যান পড়েছিল। বশিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়। শনিবার সকালে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম আলী জানান, ঘটনাস্থলের পাশে বেসরকারী একটি ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। ব্যাংক বন্ধ থাকায় ফুটেজ সংগ্রহ করা যায়নি। ফুটেজ দেখে দুর্ঘটনায় দায়ী যানবাহন শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি। নিহত পুলিশ সদস্য বশিরের দূর সম্পর্কের শ্যালক বিল্লাল হোসেন জানান, বশিরের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার কান্তিকপাশা গ্রামে। তিনি দুই কন্যাসন্তানের জনক। বড় মেয়ে সুমাইয়া (১৫) ও ছোট মেয়ে সায়মা (৪)। বশিরের স্ত্রী কামরুন্নাহার পাঁচ মাসের অন্তঃসত্ত¡া। তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন। এদিকে রাজধানীর গুলশানের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে রাস্তায় বাসের ধাক্কায় শেখ ফৌজিয়া রিপা (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় তার মেয়ে আনিছা (১৭) গুরুতর আহত হয়েছে। ঘটনার পর পুলিশ ঘাতক আসমানী পরিবহন নামের বাসটি আটক করেছে। বাসচালক পালিয়ে যায়। নিহতের স্বামী দেলোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে শাহজাদপুর কাঁচাবাজার এলাকার বাসা থেকে ফৌজিয়া মেয়ে আনিছাকে নিয়ে সুবাস্তু নজর ভ্যালি মার্কেটে যান। রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন। মেয়ে আনিছা ওয়ার্ডে ভর্তি আছেন। আহত আনিছা একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। তাদের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এক পরিবারের তিনজনসহ নিহত ৫ ॥ সড়ক দুর্ঘটনায় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত তিন জেলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে বগুড়ার মহাস্থান ব্রিজের সামনে বাসের চাপায় সিএনজি অটোরিক্সা যাত্রী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে শনিবার ভোলা সদরের কমোরোদ্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান ব্রিজের নিকট শনিবার সকালে বাসের চাপায় সিএনজি অটোরিক্সা যাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলো- আশরাফ আলী (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪৫) ও তাদের নাতি দুই মাসের শিশু রেজোয়ান। এ ঘটনায় শিশুটির মা গোলাপ নুর বেগমসহ দুইজন আহত হন। ভোলা ॥ ভোলা সদরের কমোরোদ্দি এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় নুরে আলম (২৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম রোকেয়া বেগম। এ সময় ট্রাকে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিক্যাল ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাই নামক স্থানে এই ঘটনা ঘটে।
×