ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক কুলসুম জামান আর নেই

প্রকাশিত: ২৩:৩৩, ২০ জুন ২০২১

স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক কুলসুম জামান আর নেই

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক কুলসুম জামান আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। কুলসুম জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের অর্থসচিব ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী। এছাড়া তিনি ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেলের মা এবং এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর শাশুড়ি। তার মেয়ে অপরাজিতা হক জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। পারিবারিক সূত্র জানায়, শনিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে কুলসুম জামানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ টাঙ্গাইলে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের নারুচীতে স্বামী খন্দকার আসাদুজ্জামানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
×