ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শান্তির অন্বেষণে সঙ্গীত উৎসব ‘রক ফর পিস’

প্রকাশিত: ২৩:২৯, ২০ জুন ২০২১

শান্তির অন্বেষণে সঙ্গীত উৎসব ‘রক ফর পিস’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বজুড়ে চলছে বৈরী পরিস্থিতি। চারপাশে ক্রমশ বাড়ছে হিংস্রতা। মানবিকতা হারিয়ে মানুষ হয়ে উঠছে অমানবিক। আর এমন অস্থির সময়ে শান্তির সন্ধানে ভেসে বেড়ালো সুরের মূর্ছনা। গানে গানে উচ্চারিত হলো শান্তির বারতা। শনিবার দিনভর অনলাইনে অনুষ্ঠিত হলো এ সঙ্গীতায়োজন। সঙ্গে ছিল আলোচনা। ২৪ ঘণ্টাব্যাপী বৈশ্বিক শান্তি সম্মেলন ও সঙ্গীত আয়োজনটির ছিল ‘রক ফর পিস। এর উদ্যোক্তা নেভার এগেইন এ্যাসোসিয়েশন নামের পোল্যান্ডভিত্তিক একটি সংগঠন। শান্তি সম্মেলনের অংশ হিসেবে ‘বর্ণবাদের বিপরীতে সঙ্গীত’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত ‘রক ফর পিস’ শীর্ষক এ সঙ্গীতানুষ্ঠান। নেভার এগেইন এ্যাসোসিয়েশনের সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর ‘রক ফর পিস’ সঙ্গীত অনুষ্ঠানের সহ-আয়োজক। সেই সুবাদে মুক্তিযুদ্ধ জাদুঘরের ফেসবুক পেজ এবং রক ফর পিস নামের ফেসবুকে শ্রোতারা উপভোগ করেছেন এ অনুষ্ঠান। নিবন্ধনের মাধ্যমে তারা অংশ নিয়েছেন এই আয়োজনে। এ আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে যোগ দেন খ্যাতমান ব্যান্ড তারকা মাকসুদুল হক এবং তরুণ প্রজন্মের ব্যান্ড শিল্পী সভ্যতা। এছাড়া রক ফর পিস নামের সঙ্গীতাসরটিতে অংশ নেন প্রায় দেড় হাজার নবীন রক গায়ক এবং চার শ’ আলোচক। অনুষ্ঠিত হয় ৪০টি প্যানেল আলোচনা। প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন মাকসুদ। বেলা পৌনে দুইটায় অনুষ্ঠিত হয় তার অধিবেশনটি। এর বাইরে বাংলাদেশ সময় রাত সোয়া নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন সভ্যতা। প্রসঙ্গত, সাম্প্রতিককালে বিশ্বজুড়ে ঘটে যাওয়া নানা ঘটনা যেমন আমাজন ও অস্ট্রেলিয়ার দাবানল, করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বর্ণবাদী নিষ্ঠুরতার ঘটনা একদল মানুষের মনে এই উপলব্ধি এনে দিয়েছিল যে, পৃথিবীর প্রতিটি মানুষের জীবন পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে একসূত্রে গাঁথা। ফলশ্রæতিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে শান্তিকর্মীরা নিজেদের করণীয় খুঁজে ফিরছেন। শান্তির ভিতের ওপর প্রতিষ্ঠিত বিশ্বটি কেমন হবেÑ এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে এই শান্তি সম্মেলন ও সঙ্গীতাসরের আয়োজন করা হয়।
×