ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুতিদের ৮ ড্রোন ধ্বংস করেছে সৌদি বাহিনী

প্রকাশিত: ২৩:২১, ২০ জুন ২০২১

হুতিদের ৮ ড্রোন ধ্বংস করেছে সৌদি বাহিনী

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িতের সেনাঘাঁটি লক্ষ্য করে শুক্রবার আটটি বিস্ফোরক ড্রোন ছোড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে দেশটির বিমানবাহিনী লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করতে পেরেছে। খবর সৌদি গ্যাজেট অনলাইনের। ড্রোন ছোড়ার বিষয়টি স্বীকার করেছে হুতি বিদ্রোহীগোষ্ঠীও। গোষ্ঠীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে জানিয়েছেন, শুক্রবার প্রথমে খামিস মুশায়িতের দিকে একটি ড্রোন ছোড়া হয়েছিল, পরে একে একে আরও ৭টি ড্রোন ছোড়া হয়। গত ছয় বছর ধরে গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। ২০১৫ সালে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি হুতি বিদ্রোহীদের হামলার মুখে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। তারপর থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে হামলা শুরু করে। তখন থেকে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন প্রদেশ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা। যদিও লক্ষ্যে আঘাত হানার আগে সেগুলোর বেশিরভাগই ধ্বংস করে দেয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
×