ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৪ জনকে আটক করেছে বিজিবি

প্রকাশিত: ১৫:৫১, ১৯ জুন ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৪ জনকে আটক করেছে বিজিবি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫ জনসহ মোট ২৪ জনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার সকালে মহেশপুর উপজেলার খোসালপুর, যাদবপুর ও সামন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোরে খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে ১৬ জন এবং যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে ৩ জনকে আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সামন্তা এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। ভারত থেকে অবৈধভাবে আসা আটককৃত ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সাংকিভাঙ্গা গ্রামের মোঃ সোহরাব গাজীর ছেলে মোঃ রুহুল আমিন (৩৬), সাথে তার স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম (৩২), ছেলে মোঃ ইয়াসিন (১১), ধানসাগর গ্রামের মৃত আব্দুল ফজলুল হক এর মেয়ে মোছাঃ মাছুমা বেগম (৪৫), আব্দুল জলিল হাওলাদারের ছেলে মোঃ সাদিক হাওলাদার (২৫), খুলনা জেলার বাটিয়াঘাটা থানার বাদুয়া গ্রামের লিয়াকত শেখের ছেলে মোঃ মাসুম (৩৫), সাথে তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (২৮), ছেলে মোঃ আরিফ শেখ (০৯), মোঃ হোসাইন (০১), মেয়ে হালিমা খাতুন (০৭), একই গ্রামের মোঃ গাউছ মোল্লা এর ছেলে মোঃ আল আমিন মোল্লা (৩৭), সাথে তার স্ত্রী মোছাঃ মারুফা বেগম (২৭), ছেলে মোঃ নাসিম মোল্লা (০২), বালিয়াডাংঙ্গা গ্রামের নুর আলী শেখের স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম (৩৫) এবং সাথে তার মেয়ে মিম্মা খাতুন (১১)। যাদবপুর এলাকা থেকে আটক খুলনা জেলার সদর থানার মোঃ সিদ্দিকের ছেলে মোঃ শাহিন (২২), জিন্নানগর গ্রামের আব্দুল ররের ছেলে মোঃ পারভেজ আহমেদ (২১) এবং নতুন বাজার গ্রামের মোঃ আশরাফ আলী সরদার এর ছেলে মোঃ আবু বক্কার (২২)। এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সামন্তা এলাকা থেকে আটক খুলনা জেলার তেরখাদা থানার পাতলা গ্রামের শ্রী সুকুমার মন্ডলের ছেলে শ্রী সুব্রত মন্ডল (২৩), নলিয়ারচর গ্রামের মৃত আতিয়ার মোল্লার মেয়ে মোছাঃ শিউলী (১৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শিকারপুর গ্রামের শ্রী কালিদাস রায়ের ছেলে প্রসেনজিত রায় (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জাংগালিয়া গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৩২) এবং সদর থানার চরমানিকদে গ্রামের মৃত মজিবুর শেখের মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (৩২)। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা রয়েছে। এদের মধ্যে ভারত থেকে আসা ১৯ জনকে মহেশপুর পৌর মহিলা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
×