ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ এবং পৌর নির্বাচন ॥ ২১১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশিত: ১২:২৯, ১৯ জুন ২০২১

বরিশাল বিভাগে ইউনিয়ন পরিষদ এবং পৌর নির্বাচন ॥ ২১১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

অনলাইন ডেস্ক ॥ আগামী সোমবার (২১ জুন)বরিশাল বিভাগের ৬ টি জেলায় ১৭৩ টি ইউনিয়ন পরিষদ এবং ১ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য ২১১ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা ২০ হতে ২২ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর,১৮৯৮ এর ১০(৫)ধারা অনুযায়ী নিয়োগপূর্বক আগামী ২০/৬/২০২১ হতে ২২/৬/২০২১ তারিখ পর্যন্ত মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৫ ধারা মোতাবেক উক্ত আইনের তফসিলভুক্ত আইনসমূহের আওতায় মোবাইল কোর্টপরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো। আসন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচনে নির্বাচনী এলাকায় আচরণবিধি নজরদারিতে যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আজ ১৯ জুন বিভাগীয় কমিশনার,বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল এর নিকট আবশ্যিকভাবে যোগদান/ রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে।
×