ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফটিকছড়ি ও হাটহাজারীতে প্রধানমন্ত্রীর উপহারের ৫৫৬ ঘর প্রস্তুত

প্রকাশিত: ১২:০৬, ১৯ জুন ২০২১

ফটিকছড়ি ও হাটহাজারীতে প্রধানমন্ত্রীর উপহারের ৫৫৬ ঘর প্রস্তুত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফটিকছড়ি ও হাটহাজারীতে ঘর পাচ্ছে গৃহহীন ও ভূমিহীন ৫'শ ৫৬ পরিবার। তন্মধ্যে, বৃহত্তর ফটিকছড়িতে ৫'শ ৩০ টি এবং হাটহাজারীতে ২৬ টি ঘর রয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে সব ঘরের নির্মাণ কাজ। আগামী কাল রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে রবিবার উভয় উপজেলার পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে,শুক্রবার এ উপলক্ষে বিকাল ৪ টায় হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় ১ম দফায় ১৬টি এবং ২য় দফায় ১০টি গৃহ ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বরাদ্দ পায়। ফলশ্রুতিতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ২৬ টি সেমিপাকা গৃহ নির্মাণ করা হয়। প্রতিটি গৃহে দুটি বেড রুম, একটি কিচেন ও একটি ওয়াশ রুম রয়েছে। এছাড়া, আশ্রয়ন প্রকল্পের এসব পরিবারের সুবিধার্থে ৩ টি গভীর নলকূপ ও একটি পুকুর খনন করা হয়েছে। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, গুমানমর্দন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মুজিবুর রহমান, ইউপি সচিব মো. তৈয়বসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অপরদিকে,ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফিন জনকন্ঠকে জানান, এ উপজেলায় মোট ঘর বরাদ্দ দেয়া হয় ৬'শটি। এরমধ্যে প্রথম দফায় হস্থান্তর করা হয় ৭০ টি ঘর। অবশিষ্ট ৫'শ৩০ টি ঘর ১১ টি স্পটে নির্মাণ করা হয়। রবিবার বরাদ্ধকৃত এসব ঘরের দলিল ও চাবি অসহায় ও গৃহহীন পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
×