ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনার নতুন প্রজাতি ল্যামডা ॥ আক্রান্ত ২৯ দেশ

প্রকাশিত: ০১:১২, ১৯ জুন ২০২১

করোনার নতুন প্রজাতি ল্যামডা ॥ আক্রান্ত ২৯ দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। একের পর রূপান্তর ঘটিয়ে নতুন নতুন ধরন তৈরি করে আরও শক্তিশালী রূপে হাজির হচ্ছে। একদিকে ভারতীয় ধরন ডেল্টার আক্রমণে প্রায় থমকে গেছে ভারত। এরই মধ্যে আরও একটি ধরনের খোঁজ জানাল ডব্লিউএইচও। খবর ইয়াহু নিউজের। ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণ আমেরিকার একাধিক দেশ ছাড়াও বিশ্বের মোট ২৯টি দেশে নতুন ‘ল্যামডা’ প্রজাতির খোঁজ মিলেছে। পেরুতে এপ্রিল মাস থেকে ৮১ শতাংশ করোনা সংক্রমিত এই ল্যামডা প্রজাতিতে আক্রান্ত। এদিকে গত ৬০ দিনে চিলিতে ল্যামডা প্রজাতিতে আক্রান্তের হার ৩২ শতাংশ। ব্রাজিলে গামা প্রজাতির থেকেও বেশি সংক্রামক হয়ে গেছে এই নয়া ধরন। এছাড়া আর্জেন্টিনা, ইকুয়েডরেও এই ধরনের খোঁজ মিলেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, নতুন এই ধরন বেশ সংক্রামক এবং এ্যান্টিবডিকে দুর্বল করে দিতে পারে।
×