ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনার টিকা প্রাপ্তির বিষয়ে সরকার ব্যর্থ ॥ মান্না

প্রকাশিত: ২২:২৩, ১৯ জুন ২০২১

করোনার টিকা প্রাপ্তির বিষয়ে সরকার ব্যর্থ ॥ মান্না

স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতিরোধের টিকা প্রাপ্তিতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল এবং স্বাস্থ্য খাতের দুর্নীতির হোতাদের গ্রেফতারের দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মান্না বলেন, দেশে সবকিছু চালু আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ১৪ মাস ধরে। শিক্ষার্থীদের ভবিষ্যত ভেবে আজ সারাদেশের সকল নাগরিক উদ্বিগ্ন। কারণ ইন্টারনেটের ভয়াবহ প্রভাবে আজ আমাদের কিশোররা বিপদগামী হচ্ছে। তারা পঙ্কিলতার মধ্যে ডুবে যাচ্ছে। অথচ শিক্ষামন্ত্রী বলেন, তার উপরে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান খুলবার নাকি কোন চাপ নেই। মান্না বলেন, সরকারের হাতে যত টিকা আছে সেগুলো দেবার পরও দেশের শতকরা মাত্র ৩ ভাগ মানুষ কেবল করোনার টিকা পাবে। আমরা দেখছি, এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় করোনাকালে মানুষের স্বাস্থ্যের প্রতি, মানুষের জীবন-জীবিকার প্রতি কত বড় অবহেলা প্রদর্শন করেছে। স্বাস্থ্য খাত বলে কিছু আছে সেটা দেশের মানুষ দেখে না। প্রাইভেট হাসপাতালে একজন রোগী যদি ঢুকেন তিনি এবং তার পরিবার সর্বস্বান্ত হয়ে যান। আয়োজক সংগঠনের সাধারণ সম্পদক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম প্রমুখ।
×