ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত ও পারিবারিক কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা ॥ ডিবি

প্রকাশিত: ২০:০২, ১৮ জুন ২০২১

ব্যক্তিগত ও পারিবারিক কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা ॥ ডিবি

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ ব্যক্তিগত ও পারিবারিকসহ বিভিন্ন সমস্যার কারণে স্বেচ্ছায় সঙ্গীদের নিয়ে আত্মগোপনে ছিলেন আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। শুক্রবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোড়ের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান, গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গীরা ১০ জুন রাতে ঢাকার গাবতলী পৌছার পর রাত প্রায় আড়াইটার দিকে গাবতলি থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এরপর গাইবান্ধা পৌছার পর ফুলছড়ি উপজেলার ত্রিমোহনীতে তার বন্ধু সিয়ামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে তার সঙ্গে আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ছিলেন। খানে অবস্থানকালে সকলেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আদনানের কাছে জমা রাখেন। উপ-পুলিশ কমিশনার বলেন, মূলত ব্যক্তিগত ও পারিবারিকসহ বিভিন্ন সমস্যার কারণেই তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। আবু ত্ব-হা মোহাম্মদ আদনান রংপুর থেকে ঢাকা যাওয়ার সময় সে তার সফরসঙ্গীদেরকে জানায় সে ব্যক্তিগত ব্যক্তিগত কিছু সমস্যায় ভুগছেন। এরপর তাদের সাথে কথা বলার পর তাদের সাথে পরামর্শ করে সকলেই আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নেন। আত্মগোপনে থেকে সরকারকে বিব্রতকর পরিস্থিতে ফেলার জন্য কোন ষড়যন্ত্র কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপ-পুলিশ কমিশনার জানান আমরা বিষটি খাতিয়ে দেখছি। সংবাদ সম্মেলনে বলা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তিনি জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে ত্ব-হার পরিবার থেকে আমাদের জানানো হয় ত্ব-হা বাড়ি ফিরেছে। এরপর পুলিশ গিয়ে তাকে বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। তার সফর সঙ্গী আবদুল মুহিত, গাড়িচালক আমির উদ্দিন রংপুর মেট্রোপলিটন পুলিশের হেফাজতে আছে। ফিরোজ আলম বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। ত্ব-হার উদ্ধৃতি দিয়ে উপ-পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, ত্ব-হা আমাদেরকে তাঁর কিছু ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। আমরা তাকে রাতে রংপুর কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করব। থানা কর্তৃপক্ষ যদি মনে করে তাকে আদালতে নেওয়া প্রয়োজন তাহলে তাকে আদালতে তুলতে পারে। কি তার ব্যক্তিগত সমস্যা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা জানান, তার ব্যক্তিগত বিষয়গুলোতে মুখে আনতে চাই না। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আবু ত্ব-হার সঙ্গে আরও যারা নিখোঁজ হয়েছিলেন তারা হলেন, আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। আদনানের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে আদনানের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে তারা থাকতেন। এই তিনজনের সঙ্গে আদনানের সখ্যতা ছিল। আদনান কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। কোরআন শিক্ষার জন্য কিছুদিন স্থানীয় সালাফিয়া মাদরাসায় তালিম নেন। এ সময় তিনি আহলে হাদিস নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও লাইফ ফাউন্ডেশন, আলোর পথ এবং একাডেমিক কোরআন স্টাডিজ নামে সংগঠনে জড়িত রয়েছেন। ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদরাসার প্রতিষ্ঠাতাও তিনি।
×