ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপে সরকারী ঘর পাচ্ছেন ২২’শ ৯৬টি পরিবার

প্রকাশিত: ১৬:০০, ১৮ জুন ২০২১

ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপে সরকারী ঘর পাচ্ছেন ২২’শ ৯৬টি পরিবার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন আরও দুই হাজার দুইশ’ ৯৬টি গৃহহীন পরিবার। এর মধ্যে আগামী ২০শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত এক হাজার আটশ’ পাঁচটি ঘরের উদ্বোধন করবেন। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলায় মোট দুই হাজার দুইশ’ ৯৬টি গৃহহীন পরিবার এই ঘর পাচ্ছেন। এর মধ্যে সদর উপজেলায় তিনশ’টি, পীরগঞ্জ উপজেলায় পাঁচশ’টি, রানীশংকৈলে দুইশ’ ৯৬টি, বালিয়াডাঙ্গীতে আটশ’টি এবং হরিপুর উপজেলায় চারশ’টি। আগামী ২০শে জুন প্রধামন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় এক হাজার আটশ’ পাঁচটি ঘরের উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় একশ’টি, পীরগঞ্জে চারশ’ ৮০টি, রানীশংকৈলে দুইশ’ ৭৫টি, বালিয়াডাঙ্গীতে পাঁচশ’ ৫০টি এবং হরিপুর উপজেলায় চারশ’টি। এর আগে প্রথম পর্যায়ে জেলায় দুই হাজার তিনটি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সহকারি ভূমি কমিশনার(সদর) কামরুল হাসান সোহাগ প্রমূখ। এসময় জেলা প্রশাসক উপস্থিত জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
×