ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলাবদ্ধতায় টঙ্গী থানা পানির নিচে, দ্রুত সমাধানের আশ্বাস মেয়র জাহাঙ্গীরের

প্রকাশিত: ১৪:১১, ১৮ জুন ২০২১

জলাবদ্ধতায় টঙ্গী থানা পানির নিচে, দ্রুত সমাধানের আশ্বাস মেয়র জাহাঙ্গীরের

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ আজ শুক্রবার ভোর রাতের বৃষ্টিতে টঙ্গী পূর্ব থানায় ঢোকার রাস্তা ও থানা কম্পাউন্ড পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন থানায় সেবা নিতে আসা মানুষজন। অপরদিকে থানা পুলিশের লোকজনও পড়েছেন চরম বিপাকে। গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ জনকণ্ঠকে শুক্রবার তাঁর টঙ্গী থানা কার্যালয় থেকে মোবাইল ফোনে জানান, ভোর রাতের বৃষ্টির পানি জমে তার কার্যালয়ের মেঝে পর্যন্ত ছুঁই ছুঁই করছে। থানায় কারো আসা যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশনে স্হায়ী কোন ব্যবস্হা না থাকায় এমন বিপর্যয় দেখা দিয়েছে। ইলতুৎমিশ আরো জানান, দীর্ঘ দিন ধরে এমন অবস্থায় পড়তে হচ্ছে তাদের। পানি জমে যাওয়ায় আশপাশ এলাকার মানুষজনও পড়েছেন মহা বিপাকে। এদিকে জলবদ্ধতার এই সীমাহীন দুর্ভোগ কমাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি জনকণ্ঠকে জানান, টঙ্গী থানা রাস্তাটি বহু বছর ধরে এমন অবস্থায় আছে। এখানকার দায়িত্বে থাকা দায়িত্বশীলদের কেউই এর সমাধনে নজর দেননি। মেয়র জাহাঙ্গীর আলম আরো জানান, এখানকার জলবদ্ধতা স্হায়ী ভাবে সমাধানে কামারপাড়া এজতেমা রোড সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর দিয়ে ইতিমধ্যে ড্রেনের একটি বিশাল বক্স কালভার্টের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। টঙ্গী পূর থানা রাস্তাসহ স্টেশন রোড এলাকার সকল জলবদ্ধতার পানি এ ড্রেনের মাধ্যমে নিষ্কাশিত হবে। এ ড্রেনটি এজতেমা মাঠ ঘেষে তুরাগ নদীতে নিয়ে যাওয়া হবে। আগামী দু-এক মাসের মধ্যে এর পুরে কাজ এ কাজ সম্পন্ন হলে টঙ্গী পূর্ব থানা এলাকার এমন অবস্থা আর থাকবে না।
×