ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ১৩:৪০, ১৮ জুন ২০২১

কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক ॥ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী জোড়কানন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শুক্রবার ভোরের এ দুর্ঘটনায় নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও এলাকার মোবারক হোসেন কুটু মিয়ার ছেলে মিরাজ (১৮), একই এলাকার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার হামন্দি গ্রামের আলী হোসেনের ছেলে ফখরুল আলম দুলাল (৫২)। এ ঘটনায় আহত মাহবুব (৫০) নামের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও হামন্দি গ্রামে। জানা গেছে, শ্যামলী পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুয়াগাজী জোড়কানন ইউটার্নে পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পরে আরও একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে বাসও প্রাইভেটকারটি উদ্ধার করে।পরে নিহতদের লাশ কুমিল্লা মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
×