ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নদী ভাঙ্গনের সমস্যা থাকবেনা ॥ গলাচিপায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৩:৩৯, ১৮ জুন ২০২১

নদী ভাঙ্গনের সমস্যা থাকবেনা ॥ গলাচিপায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে। ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গনের সমস্যা থাকবেনা। আজকে যে টেকসই বেড়িবাঁধের কথা বলা হচ্ছে, তাও ব-দ্বীপ পরিকল্পনায় রয়েছে। এতে চর ও দ্বীপাঞ্চলের মানুষেরও উন্নয়ন হবে। আজ শুক্রবার সকালে পটুয়াখালীর গলাচিপা লঞ্চঘাট পরিদর্শন শেষে এক সমাবেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই দেশের উন্নয়ন হয়। কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবেনা। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মুঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ মোহম্মদ শাহিন শাহ প্রমূখ। সমাবেশ শেষে প্রতিমন্ত্রী কোস্টগার্ডের নৌযান যোগে উপজেলার বোয়ালিয়া স্লুইসগেট, স্পিডবোড ঘাট, পানপট্টি লঞ্চঘাট ও বদনাতলী লঞ্চঘাটসহ নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, সংসদ সদস্য এসএম শাহজাদা ‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’ লেখা প্লাকার্ড ঝুলিয়েবুধবার জাতীয় সংসদে বক্তব্য দিয়ে দেশে তোলপাড়ের সৃষ্টি করেন। এর দুই দিনের মাথায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসএম শাহজাদাকে সঙ্গে নিয়েই তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ আসনের গলাচিপা ও দশমিনা এলাকায় আসেন এবং নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
×