ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জবির খেলার মাঠে হচ্ছে মার্কেট

প্রকাশিত: ০০:৪৮, ১৮ জুন ২০২১

জবির খেলার মাঠে হচ্ছে মার্কেট

মামুন শেখ, জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ধুপখোলায় কেন্দ্রীয় খেলার মাঠ দখল করে সেখানে মার্কেট ও পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের বিভিন্ন অংশে খুঁটি গেড়ে মার্কেট নির্মাণের জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মার্কেট নির্মাণের আশঙ্কায় দক্ষিণ সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে মাঠের বিভিন্ন অংশে খুঁটি গেড়েছে সংস্থাটি। বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে এমনটি ঘটেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির প্রতিবাদ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এ ছাড়া আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছেন।
×