ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাবার মূল্য নিয়ে ভিসির বক্তব্যের ব্যঙ্গ করা অনাকাক্সিক্ষত ॥ ঢাবি

প্রকাশিত: ০০:৪৭, ১৮ জুন ২০২১

খাবার মূল্য নিয়ে ভিসির বক্তব্যের ব্যঙ্গ করা অনাকাক্সিক্ষত ॥ ঢাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে হাস্যরসে ক্যাফেটেরিয়ার স্বল্পমূল্যের খাবার মেন্যুর কথা বলেছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। কিন্তু বক্তব্যের মূল অংশ কাটছাঁট করে মাত্র ১৫-২০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্যঙ্গ করা হয়েছিল। তবে সম্প্রতি দায়িত্বশীল মহলও এর যথেচ্ছ ব্যবহারকে অনাকাক্সিক্ষত বলে মনে করছেন ঢাবি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অতি সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক ব্যঙ্গচিত্র ও খ-িত তথ্য-উপাত্ত ব্যবহার করে একটি প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনমূলক সমালোচনা সহ্য করার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধাশীল। একইসঙ্গে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তি/প্রতিষ্ঠানের মানহানি ঘটায় তাহলে দেশের আইন যে তার প্রতিকার দেয় সে বিষয়েও কর্তৃপক্ষ সম্পূর্ণ ওয়াকিবহাল।
×