ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় ৬৮ ভাগ কোভিড রোগীর দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট

প্রকাশিত: ০০:১৬, ১৮ জুন ২০২১

ঢাকায় ৬৮ ভাগ কোভিড রোগীর দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় করোনা আক্রান্তদের দুই-তৃতীয়াংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পেয়েছে আইসিডিডিআরবি। সরকারী প্রতিষ্ঠানের মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জেনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে আইসিডিডিআরবি। নিজস্ব ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারতে অসংখ্য মৃত্যুর জন্য দায়ী এ ধরনটি বাংলাদেশের জন্যও গভীর উদ্বেগের বলে মনে করছেন আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মুশতাক হোসেন। তিনি বলেন, এর আগে আইইডিসিআরের পরীক্ষায়ও ৫০টি নমুনার মধ্যে ৪০টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। এটা মোটামুটি অনুমিতই ছিল। ৬৮ শতাংশ ডেল্টা ধরন পাওয়া মানে এই ধরনটি আমাদের এখানে প্রাধান্য বিস্তার করছে। এটা অবশ্যই ঝুঁকির বিষয়। কারণ এই ধরন খুব দ্রুত ছড়ায়। আক্রান্ত মানুষকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়। সংক্রমণ শুরুর পর থেকে নিয়মিতই ধরন পরিবর্তন করছে কোভিড-১৯ ভাইরাস। গত বছর ভারতে শনাক্ত ডেল্টা। এই ভ্যারিয়েন্টটি (বি.১.৬১৭.২) অতি সংক্রামক হওয়ায় একে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। টিকায় অগ্রাধিকার পাবেন বিদেশগামী কর্মীরা ॥ অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন বিদেশগামী কর্র্মীরা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চীন সরকারের উপহারের ১১ লাখ টিকা দেয়া শুরু হবে ১৯ জুন। দেশের সব সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারী জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেয়া হবে। টিকা প্রদানের জন্য ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে ৩ নম্বরে বিদেশগামী কর্মীদের কথা উল্লেখ করা হয়েছে। বিদেশগামী কর্মীরা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন সনদ নিয়ে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন।
×